আব্দুল জব্বারের অবদান জাতি গভীর শ্রদ্ধায় স্মরণ করে : রাষ্ট্রপতি

স্বাধীন বাংলা বেতারের কণ্ঠশিল্পী একুশে ও স্বাধীনতা পদকপ্রাপ্ত বরেণ্য শিল্পী আব্দুল জব্বারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বুধবার এক শোক বার্তায় প্রয়াত শিল্পীর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন রাষ্ট্রপতি।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
শোক বার্তায় তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধকালীন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে তার কণ্ঠে গান মুক্তিযোদ্ধাসহ মুক্তিকামী দেশবাসীকে গভীরভাবে অনুপ্রাণিত করেছিল। তার মৃত্যুতে দেশ একজন বরেণ্য শিল্পীকে হারালো। তার মৃত্যু দেশের সাংস্কৃতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি। এই বরেণ্য শিল্পীর অবদান জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।
এইউএ/এমএমজেড/আরআইপি
আরও পড়ুন
বিজ্ঞাপন