ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

শতাব্দী ওয়াদুদ-আজমেরী আশার ‘পাশাপাশি’

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০৬:৩৫ এএম, ২৯ আগস্ট ২০১৭

এক সাধারণ যুবকের অসাধারণ হয়ে ওঠার গল্প নিয়ে নির্মিত হয়েছে ঈদের বিশেষ নাটক ‘পাশাপাশি’। শিব্বির আহমেদ মান্নার পরিচালনায় এই নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, আজমেরী আশা, সোলায়মান খোকা ও মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ।

নির্মাতা মান্না জানান, নাটকের গল্পটি শহুরে মধ্যবিত্ত পরিবারের জীবনযাপন নিয়ে নির্মিত হয়েছে। যেখানে মহল্লার নানা বিষয় তুলে ধরা হয়েছে। এর মধ্যে প্রেম, বিয়ে ও পারিবারিক মায়াজাল দর্শকদের মনে দাগ কাটবে।

‘পাশাপাশি’ নাটকের মাধ্যমে শতাব্দী ওয়াদুদের সঙ্গে ভিটতারকা আজমেরী আশা প্রথমবার জুটিবেঁধে অভিনয় করলেন। আজমেরী আশা জানান, ‘শতাব্দী দাদার সঙ্গে আমার এটি দ্বিতীয় কাজ তবে জুটি হিসেবে প্রথম কাজ। দাদা আমাকে অভিনয়ের ব্যাপারে অনেক সাহায্য করেছেন। নির্মাতা মান্না ভাইয়ের ইউনিটের সঙ্গে কাজ করেছি খুব স্বাচ্ছন্দে।’

শতাব্দী ওয়াদুদ বলেন, ‘মান্না পরিচালক হিসেবে নবীন তবে, চিত্রনাট্যের মাঝে গভীরতা আমাকে কাজটা করতে আগ্রহী করেছে।’

নির্মাতা শিব্বির আহমেদ মান্না জানান, ‘এটি খুব সাধারণ একটি গল্প, কিন্তু সময়োপযোগী। এখানে প্রেম নেই, প্রেমের হাতছানি আছে, আকুলতা আছে তুমুল আবেগ নেই। তবে পারিবারিক শ্রদ্ধাবোধ আছে। এছাড়া ব্যর্থতার মাঝে সম্ভাবনার আশা আছে পাশাপাশি কাহিনীচিত্রে।’

পারিবারিক মূল্যবোধ, চারপাশের সমাজ, সমাজ বদলানোর স্বপ্ন ও সম্পর্কের অনুভূতি নিয়ে নির্মিত ‘পাশাপাশি’ নাটকটি দেশ টিভির ঈদ অনুষ্ঠানমালার চতুর্থ দিন সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে প্রচারিত হবে।

এনই/এআরএস/জেআইএম

আরও পড়ুন