ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

নায়করাজ রাজ্জাকের মৃত্যুতে মন্ত্রিসভার শোক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:২২ এএম, ২৮ আগস্ট ২০১৭

নায়করাজ রাজ্জাকের মৃত্যুতে শোক প্রকাশ করেছে মন্ত্রিসভা। এছাড়া সাবেক সংসদ সদস্য খান টিপু সুলতান ও ফুটবলার শামসুল আলমের মৃত্যুতেও শোক প্রকাশ প্রস্তাব গ্রহণ করেছে মন্ত্রিসভা।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ শোক প্রস্তাব গ্রহণ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদসচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান।

মন্ত্রিপরিষদসচিব বলেন, ‘বাংলাদেশে চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতা আব্দুর রাজ্জাকের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করেছে মন্ত্রিসভা। এছাড়া যশোর-৫ আসনের সাবেক এমপি খান টিপু সুলতানের মৃত্যুতেও শোক প্রকাশ করেছে মন্ত্রিসভা।’

jagonews24

আওয়ামী লীগ নেতা খান টিপু সুলতান গত ১৯ আগস্ট মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ২১ আগস্ট বাংলা চলচ্চিত্রের নায়করাজ খ্যাত রাজ্জাকের মৃত্যু হয়।

এছাড়া রাজশাহীর প্রখ্যাত ফুটবলার শামসুল আলম সামসুর মৃত্যুতেও মন্ত্রিসভা শোক প্রস্তাব গ্রহণ করেছে জানিয়ে শফিউল আলম বলেন, ‘তিনি উত্তরাঞ্চলের নামী একজন ফুটবলার ছিলেন। আবাহনী টিমেও উনি খেলতেন। উনি হলেন ক্রিকেটার পাইলটের (খালেদ মাসুদ পাইলট) বাবা। তিনি গতকালই ইন্তেকাল করেন।’

আরএমএম/এসআর/আরআইপি

আরও পড়ুন