ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

নায়করাজ নেই ‍শুনে কাঁদলেন ফারুক, দেশে ফিরছেন কাল

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৪৯ এএম, ২৩ আগস্ট ২০১৭

ছিলেন দীর্ঘদিনের সহযাত্রী। দুজনই হাল ধরেছেন শক্ত হাতে ঢাকাই ছবির। উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় আর কালজয়ী সিনেমাও। ছিল প্রতিযোগিতা। তবে সবকিছুর উপরে ছিল তাদের বন্ধুসুলভ সম্পর্ক।

বন্ধুত্ব থাকলেও নায়করাজ রাজ্জাককে বড় ভাই বলেই জানতেন ও মানতেন অভিনেতা ফারুক। নানা বিপদে তারা এক হয়ে চলচ্চিত্রের পাশে দাঁড়িয়েছেন। আন্দোলন করেছেন। তাই একজনের চলে যাওয়া অন্যজন্যকে কাঁদাবে এটাই স্বাভাবিক।

কিন্তু নায়করাজের মৃত্যুর পর আলমগীর, সোহেল রানা, উজ্জ্বলরা ছুটে এলেও কোথাও দেখা যায়নি ফারুককে। এ নিয়ে অনেকেই নানা প্রশ্ন ও মন্তব্য করেছেন। কেন নায়করাজকে দেখতে আসলেন না ফারুক? খোঁজ নিয়ে জানা গেল, শারীরিকভাবে অসুস্থ হয়ে বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন আছেন তিনি। এই তথ্য নিশ্চিত করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

তিনি জাগো নিউজকে বলেন, ‘অনেকেই নেতিবাচকভাবে প্রচার করছেন নায়করাজকে দেখতে আসনেনি ফারুক। আসলে যাদের মন নোংরা তারা চিরকালই নোংরামি খুঁজে বেড়ায় সবখানে। নায়করাজের মৃত্যুতে সারা দেশ শোকাহত। সেখানে এসব কথা বলা একেবারেই অনুচিত। নায়ক রাজ্জাকের সঙ্গে নায়ক ফারুকের কী সম্পর্ক সেটা আগে জানতে হবে।’

জায়েদ জানান, ‘অভিনেতা ফারুক অসুস্থ ছিলেন বেশ কয়েকদিন। অবশেষে দেশের চিকিৎসকদের পরামর্শে শারীরিক চেকআপ করাতে গত ১৯ আগস্ট তিনি সিঙ্গাপুরে গেছেন। বর্তমানে তিনি মাউন্ট এলিজাবেথ হাসপাতালে রয়েছেন। নায়করাজ আর নেই সেই খবর শুনেই কেঁদে উঠলেন ফারুক সাহেব।’

তিনি নিজেও অসুস্থ। তবু চলে আসতে চেয়েছেন। আমরা তাকে বুঝিয়েছি, অসুস্থ শরীর নিয়ে এভাবে আসলে আর কী হবে। রাজ্জাক সাহেবকে তো আর দেখতে পাবেন না। একজন অভিভাবক তো চলেই গেলেন। অবহেলায় আরেকজনকে হারাতে চাই না।

জায়েদ আরও বলেন, ‘তিনি আমাদের হুকুম দিয়েছেন যেন নায়করাজের শেষ শ্রদ্ধা ও সম্মানে কোনো রকম গাফিলতি না হয়। আলমগীর সাহেবকে তিনি বলেছেন, সবকিছু দেখাশোনা করতে। নায়করাজের পরিবারের পাশে থাকতে। আমরা তার নেতৃত্বেই আমাদের চলচ্চিত্রের সবচেয়ে বড় অভিভাবকটিকে সম্মান জানানোর সর্বোচ্চ চেষ্টা করেছি।’

তিনি বলেন, নায়করাজ ও ফারুকের মধ্যকার সম্পর্ক নিয়ে কারো ধারণা নেই বলেই তারা এসব কথা বলেন। রাজ্জাক সাহেবকে ফারুক, আলমগীর, সোহেল রানা, ইলিয়াস কাঞ্চনরা সবসময় বড় ভাইয়ের মতো সম্মান করেছেন। একসাথে চলা মানুষগুলোর মধ্য থেকে একজনের প্রস্থান ঘটলে কী বেদনা হয় সেটা তাদের মতো আর কে বুঝবে!

ফারুক সাহেবের সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি শংকামুক্ত আছেন। সবকিছু ঠিক থাকলে আগামীকাল দেশে ফিরবেন। এবং তার সঙ্গে আলাপ করে আগামী শনিবার নায়করাজের সম্মানে বেশ কিছু আয়োজন হাতে নেয়া হয়েছে চলচ্চিত্র পরিবারের পক্ষ থেকে।’

গত ২১ আগস্ট রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন নায়করাজ রাজ্জাক। ২২ আগস্ট সকালে এফডিসিতে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর শহীদ মিনারে তাকে গার্ড অব অনার প্রদান শেষে আজ বুধবার (২৩ আসস্ট) সকাল ১০টায় বনানী কবরস্থানে সমাহিত করা হয়।

এলএ

আরও পড়ুন