ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

নায়করাজ ছিলেন আমাদের অমিতাভ বচ্চন : নওশাদ

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০৭:৪১ এএম, ২৩ আগস্ট ২০১৭

‘বলিউডে রয়েছেন অমিতাভ বচ্চন, আর আমাদের ছিলেন নায়করাজ রাজ্জাক। বচ্চন যেমন শক্ত হাতে বলিউড শাসন করছেন, তেমনি আমাদের ইন্ডাস্ট্রিকে নায়করাজ রাজ্জাক শাসন করতেন। আমি মনে করি নায়করাজ ছিলেন বাংলাদেশের অমিতাভ বচ্চন। আজ আমরা তাকে হারিয়েছি। এটা আমাদের জন্য বিরাট ক্ষতির।’ নায়করাজকে নিয়ে এভাবেই বললেন চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ও চলচ্চিত্র সেন্সরবোর্ডের সদস্য ইফতেখার আহমেদ নওশাদ।

জাগো নিউজকে নায়ক রাজ্জাককে নিয়ে স্মৃতিচারণ করে তিনি আরও বলেন, ‘নায়করাজ ছিলেন চলচ্চিত্রের একজন অভিভাবক। তার ক্ষতি কোনোভাবেই পূরণ হবেনা। সারাটা জীবন তিনি ফিল্ম নিয়ে কাজ করেছেন, ভেবেছেন।’

নওশাদ বলেন, ‘১৯৬৮ সাল থেকে রাজ্জাক সাহেবের সঙ্গে আমার পরিচয়। তিনি আমাকে আপনি বলে সম্বোধন করতেন। ‘আবির্ভাব’ ছবিটি মুক্তি পেয়েছিল তখন। সেসময় আমি স্কুলে পড়তাম। ‘আবির্ভাব’, ‘নীল আকাশের নিচে’ এই ছবি দিয়ে রাজ্জাক সাহেব তখন সুপারহিট নায়ক। এরপর একটা সময় আমিও চলচ্চিত্রের সঙ্গে জড়িয়ে গেলাম। তার সঙ্গে সখ্যতা হলো। সেন্সরবোর্ডে তার সঙ্গে বসে অনেক ছবি দেখার সৌভাগ্য আমার হয়েছে।’

দীর্ঘ চার দশকের পরিচয়ে নায়করাজ রাজ্জাক ছিলেন নওশাদের বড়ভাইয়ের মতো। পারিবারিক সম্পর্কও ছিলো তাদের মধ্যে। বহু স্মৃতি রয়েছে জড়িয়ে আছে তাদের সম্পর্কের মধ্যে। সর্বশেষ নায়করাজ রাজ্জাকের সঙ্গে নওশাদের দেখা হয়েছিল ২৪ জুলাই জাতীয় চলচ্চিত্র পুরষ্কার প্রদান অনুষ্ঠানে। সেখানে নওশাদকে নায়ক রাজ্জাক কিছু পরামর্শ দিয়েছিলেন বলে জানান এই হল মালিক নেতা।

নওশাদ বলেন, ‘রাজ্জাক সাহেব আমাকে বলছিলেন নওশাদ তোমরা হল মালিকরা এবার সিনেপ্লেক্স নির্মাণে একাট্টা হও। পুরাতন হল দিয়ে দর্শকদের আর হলমুখী করা যাবে না। হলের পরিবেশ ঠিক করতে সরকারের কাছে যাও। এই শিল্পকে বাঁচাতে তোমাদের এক হয়ে কাজ করতে হবে।’

নায়করাজ রাজ্জাকের মৃত্যুতে মধুমিতা সিনেমাহলের মালিক ইফতেখার আহমেদ নওশাদ একটি সিদ্ধান্ত নিয়েছেন। আগামী শুক্রবার (২৬ আগস্ট) থেকে সপ্তাহব্যাপী নায়করাজের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার অভিনীত ‘আগুন’ ছবিটি প্রদর্শিত হবে। ১৯৭৬ সালে মুক্তি পাওয়া সুপারহিট এই ছবিটি শুক্রবার থেকে সপ্তাহব্যাপী চারটি করে শো চলবে বলে জাগো নিউজকে জানান নওশাদ।

নওশাদদের পারিবারিক ব্যবসা ছিলো সিনমা নিয়ে। তাদের প্রযোজনা প্রতিষ্ঠান মধুমিতা মুভিজের ৩৪টা ছবির মধ্যে ৪-৫টা ছবিতে নায়করাজ অভিনয় করেছেন। এর মধ্যে ‘আগুন’ সবচেয়ে বেশি ব্যবসা সফল হয়। ছবিটি পরিচালনা করেছিলেন মহসীন। এই ছবিতে রাজ্জাকের নায়িকা ছিলেন শাবানা।

এনই/এলএ/পিআর

আরও পড়ুন