মধুমিতা হলে সপ্তাহব্যাপী চলবে নায়করাজের ছবি
নায়করাজ রাজ্জাকের মৃত্যুতে মধুমিতা সিনেমাহলের মালিক ইফতেখার আহমেদ নওশাদ নতুন সিদ্ধান্ত নিয়েছেন। আগামী শুক্রবার (২৬ আগস্ট) থেকে সপ্তাহব্যাপী নায়করাজের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার অভিনীত ‘আগুন’ ছবিটি প্রদর্শিত হবে।
১৯৭৬ সালে মুক্তিপাওয়া সুপারহিট এই ছবিটি শুক্রবার থেকে সপ্তাহব্যাপী চারটি করে শো চলবে বলে জাগো নিউজকে জানান নওশাদ।
সিনেমাহল মালিক সমিতির এই সভাপতি আরও বলেন, ‘আগুন ছবিটি সাদাকালো প্রিন্টে চলবে। নায়করাজকে স্মরণ করতেই আমাদের এই উদ্যোগ। কারণ তার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক বহু বছরের। আর তিনি ছিলেন ইন্ডাস্ট্রির সেরা কিংবদন্তি অভিনেতা। তার প্রতি সম্মান দেখাতে আমাদের ক্ষুদ্র এ প্রয়াস।’
নওশাদ বলেন, ‘রাজ্জাক সাহেব আমাদের চলচ্চিত্র শিল্পের একজন অভিভাবক ছিলেন। তিনি নিজেকে কাজের মাধ্যমে চলচ্চিত্রে রাজার আসনে প্রতিষ্ঠিত করেছিলেন। তার মৃত্যুতে আমরা শোকাহত। সারা দেশের হল মালিকদের পক্ষ থেকে শোকও প্রকাশ করা হয়েছে।’
যোগ করে তিনি বলেন, মধুমিতা মুভিজের ৩৪টা ছবির মধ্যে ৪-৫টা ছবিতে তিনি অভিনয় করেছেন। এর মধ্যে ‘আগুন’ সবচেয়ে বেশি ব্যবসা সফল হয়। তাকে শ্রদ্ধা জানাতে এ ছবিটি ফের প্রদর্শন করার সিদ্ধান্ত নিয়েছি। এ ছবিটি কখনো টেলিভিশনে প্রদর্শিত হয়নি।’
আগুন ছবিটি পরিচালনা করেছিলেন মহসীন। এই ছবিতে রাজ্জাকের নায়িকা ছিলেন শাবানা।
এদিকে নায়করাজ রাজ্জাকের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানাতে মধুমিতা, জিনজিরা, নিউ গুলশানসহ সারাদেশের কয়েকটি হল মঙ্গলবার বন্ধ ছিল বলে জানান নওশাদ।
তিনি আরও জানালেন, মধুমিতার পাশাপাশি দেশের বেশ কয়েকটি হলে রাজ্জাকের ছবি প্রদর্শিত হবে।
এনই/এলএ/বিএ