ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

বাপ্পি আসছেন না, নায়করাজের দাফন আজই

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০৫:১৮ এএম, ২২ আগস্ট ২০১৭

বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাকের মেজো ছেলে রওশন হোসেন বাপ্পি কানাডা থেকে আগামীকাল বুধবার ঢাকায় আসছেন না। তাই আজই দাফনের সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার।

পরিবারের বরাত দিয়ে আরেক বরেণ্য অভিনেতা আলমগীর জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজ্জাকের পরিবার সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টায় নায়করাজের মরদেহ নেয়া হবে এফডিসিতে। সেখানে প্রথম জানাজা শেষে তাকে গার্ড অব অনার দেয়া হবে। সর্ব সাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য দুপুর ১২টায় মরদেহ শহীদ মিনার প্রাঙ্গণে নিয়ে যাওয়া হবে। এরপর বেলা ৩টায় গুলশানের আজাদ মসজিদে সর্বশেষ জানাজা শেষে বনানী বুদ্ধিজীবী কবরস্থানে তার মরদেহ রাষ্ট্রীয় সম্মানে সমাহিত করা হবে।

এর আগে আলমগীর জাগো নিউজকে জানিয়েছিলেন, নায়করাজের মরদেহ দাফনে সময় পরিবর্তিত রয়েছে। রাজ্জাক ভাইয়ের মেজো ছেলে বাপ্পি আগামীকাল বুধবার ভোরে কানাডা থেকে দেশে ফিরবে। সে তার বাবাকে যে কোনো মূল্যে শেষবারের মতো দেখতে মায়ের কাছে আবদার করেছিল। ভাবী আমাদের অনুরোধ জানিয়েছিল আরেকটা দিন মরদেহ রাখার ব্যবস্থা করতে। তাই নতুন করে সিদ্ধান্ত নিতে হয়েছিল। কিন্তু সকালে আবারও সিদ্ধান্ত পরিবর্তন করতে আমরা বাধ্য হয়েছি।

উল্লেখ্য, সোমবার সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে রাজধানীর ইউনাইটেড হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজ্জাক।

এলএ/জেএইচ/জেআইএম

আরও পড়ুন