ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

সালমান-সামিরার সঙ্গে সময় কাটানোর স্মৃতিচারণ করলেন রিয়াজ

লিমন আহমেদ | প্রকাশিত: ১২:১১ পিএম, ২১ আগস্ট ২০১৭

চলচ্চিত্রে নিয়মিত না হলেও ছোট পর্দায় দারুণ ব্যস্ত সময় কাটাচ্ছেন এক সময়ের হার্টথ্রব নায়ক রিয়াজ। সম্প্রতি বেশ কিছু পণ্যের বিজ্ঞাপনের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। তার মধ্যে উল্লেখযোগ্য নাভানা গ্রুপের কিছু পণ্য। দুই বছরের চুক্তিতে প্রতিষ্ঠানটির ২০টি টিভিসিতে অংশ নেবেন তিনি। তার সঙ্গে থাকবেন ঢাকাই ছবির আরেক সুপারস্টার অপু বিশ্বাস।

আজ সোমবার (২১ আগস্ট) থেকে রিয়াজ ও অপু শুরু করেছেন নাভানা গ্রুপের চারটি পণ্যের বিজ্ঞাপনের শুটিং। রাজধানীর কোক স্টুডিওতে চলছে এর দৃশ্যধারণের কাজ। চলবে আগামী ২৩ আগস্ট পর্যন্ত। বিজ্ঞাপনগুলোর নির্দেশনা দিচ্ছেন এস এম সালাউদ্দিন ও এসকে ফাহিম।

কোক স্টুডিওতে সকালে গিয়ে দেখা গেল শুটিং শুরু করার তোড়জোর। মেকআপ রুমে পাওয়া গেল রিয়াজকে। সেখানে কথা হলো চলচ্চিত্রের সাম্প্রতিক অবস্থা, নতুন বিজ্ঞাপন-নাটকসহ নানা প্রসঙ্গে। আলাপের এক ফাঁকে উঠে এলেন সালমান শাহ।

Riaz With Salman Shah

অমর এই নায়কের মৃত্যুর রহস্য নিয়ে আলোচনার শেষ নেই। আমেরিকা প্রবাসী রুবি সুলতানার ভিডিও, ২১ বছরের নীরবতা কাটিয়ে গণমাধ্যমে সালমানের স্ত্রী সামিরার মুখ খোলা ইত্যাদি প্রসঙ্গ নিয়ে এই সময়টাতেহ বেশ সরগরম মিডিয়া পাড়া। কথা প্রসঙ্গে রিয়াজও স্মৃতিচারণ করলেন সালমান শাহকে নিয়ে।

তিনি জাগো নিউজকে বলেন, ‘একজন অভিনেতা মৃত্যুর এতগুলো বছর পেরিয়েও কী দারুণ জনপ্রিয়। এটাকেই বোধহয় অমরত্ব বলে। মাত্র ২৭টি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন তিনি। অথচ তার জনপ্রিয়তা দেখুন, একেবারেই অভাবনীয় ব্যাপার।’

রিয়াজ বলেন, ‘আমার সৌভাগ্য হয়েছিল সালমান শাহের সঙ্গে দুটি ছবিতে কাজ করার। তিনি তখন সুপারস্টার। আমি এলাম নতুন। ‘প্রিয়জন’ ছবিতে কাজ করলাম। ছবিটি তুমুল ব্যবসা সফল হয়েছিল। তার ব্যবহার ও আন্তরিকতায় মুগ্ধ হয়েছিলাম। কেন জানি না, তিনিও আমাকে খুব পছন্দ করতেন। বেঁচে থাকলে অনেক সুন্দর সম্পর্কের গল্প হতে পারত আমাদের।’

তিনি আরও বলেন, ‘প্রথম ছবির সাফল্যের পর নির্মাতারা আমাকে ও সালমান শাহকে নিয়ে একসঙ্গে কাজ করতে আগ্রহী হলেন। বেশ কিছু ছবির কথা হয়েছিল। আমরা ‘তুমি শুধু তুমি’ নামের একটি ছবির শুটিংও শুরু করেছিলাম। নায়িকা ছিল শাবনূর। ছবিটির অর্ধেকের মতো শুটিংও করেছিলেন সালমান ভাই। কিন্তু হঠাৎ ঘটনাটি ঘটে গেল। পরে তার জায়গায় অমিত হাসান অভিনয় করেছিলেন। আবিদ হাসান বাদল পরিচালনা করেছিলেন ছবিটি।’

Riaz Bhai

সালমানের সঙ্গে শুটিংয়ের স্মৃতিচারণ করে রিয়াজ বলেন, ‘সালমান ভাই মৃত্যুর কিছুদিন আগের কথা। গাজীপুরে ‘তুমি শুধু তুমি’ ছবির শুটিং শেষ করে ঢাকায় ফেরার সময় বিদায় নিচ্ছিলাম সালমান ভাইয়ের কাছ থেকে। তিনি জানতে চাইলেন, আমি কীভাবে যাব। বললাম শুটিং ইউনিটের গাড়ি দিয়ে। শুনে বিরক্ত হলেন। বললেন, ‘কী যে বলো! ব্যাগ নিয়ে জলদি এসো। আমি তোমাকে নামিয়ে দিচ্ছি।’ অনেকটা পথ আমরা একসঙ্গে এসেছিলাম। গাড়ি চালাচ্ছিলেন তিনি, পাশে ছিল উনার স্ত্রী সামিরা। পেছনে আমি বসা। অনেক মজার মজার গল্প হলো। স্বামী-স্ত্রী হিসেবে তাদের মধ্যে দারুণ সম্পর্ক দেখলাম। বিষয়টা আমার কাছে খুব ভালো লাগল।

সাধারণত নায়করা স্ত্রীদের শুটিংয়ে আনেন না। সালমান ভাই প্রায় সময়ই সামিরাকে নিয়ে আসতেন। এটা চলচ্চিত্রাঙ্গনের সবাই জানেন। পরে যখন শুনলাম সালমান শাহের মৃত্যুর জন্য তার স্ত্রীকে দায়ী করা হয়েছে, অবাক হয়েছিলাম।’

রিয়াজ সালমান শাহের মৃত্যু প্রসঙ্গে বলেন, ‘সালমান শাহের মৃত্যুু নিয়ে কথা বলতে গেলে আমি বলব, তার না থাকাটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য বিরাট ক্ষতি হিসেবেই থেকে গেল। এমন স্টাইলিশ, স্মার্ট আর সাবলীল অভিনয়ের অভিনেতা যে কোনো ইন্ডাস্ট্রির জন্যই দরকার।’

রিয়াজ আরও জানান, চলচ্চিত্র নিয়ে তার ভাবনার কথা। তিনি বলেন, ‘চলচ্চিত্রাঙ্গনে একটা বাজে সময় গেল মাঝখানে। ধীরে ধীরে সেগুলো গুছিয়ে আনা হয়েছে। অনেকেই নানাভাবে ষড়যন্ত্র করেছে চলচ্চিত্রের মানুষদের একতা নষ্ট করে দিতে। তারা সফল হয়নি। যারা সত্যিকারের ভিলেন তারাই আলাদা হয়ে গেছে। যারা চলচ্চিত্রের ভালো চান সবাই এক হয়ে ইন্ডাস্ট্রিকে ভালো জায়গায় নিয়ে যাবার চেষ্টা করছেন। সবখানেই ঝামেলা হয়, আমাদের মধ্যেও কিছু ভুল বুঝাবুঝি হয়েছে। সেগুলো মিটে গেছে। আশা করছি আবারও জমজমাট হবে এফডিসি।’

নিজের প্রত্যাবর্তন প্রসঙ্গে রিয়াজ বলেন, ‘পরিকল্পনা তো আছেই। ভালো গল্প খুঁজছি। এখন তো আর কলেজ পড়ুয়া যুবক হয়ে রোমান্টিক হিরো মানাবে না। রোমান্টিকতার পরিবেশ ও প্রেক্ষাপট বদলাতে হবে। সবকিছু মনমতো হলে কাজ করবো।’

Riaz With Apu

অপু বিশ্বাসের সঙ্গে বিজ্ঞাপনে কাজ করা প্রসঙ্গে তিনি বলেন, ‘অপু একজন মেধাবী অভিনেত্রী। সবচেয়ে বড় কথা দর্শকের কাছে তার দারুণ গ্রহণযোগ্যতা রয়েছে। সেটার প্রমাণ সে রেখেছে। বেশ কয়েক বছর আগে তার সঙ্গে কাজ করেছিলাম ‘শুভ বিবাহ’ ও ‘বাজাও বিয়ের বাজনা’ নামের দুটি ছবিতে। এরপর আর সুযোগ হয়নি। দীর্ঘদিন পর নতুন আঙ্গিকে নতুন পরিচয়ে আমরা একসঙ্গে ক্যামেরার সামনে-ব্যাপারটা ভালোই লাগছে। আমি বলবো অপুর নিয়মিত কাজ করা উচিত। ইন্ডাস্ট্রিতে তার প্রয়োজন আছে।’

ঈদ ব্যস্ততা নিয়ে রিয়াজ বলেন, বেশ কিছু নাটকে তিনি কাজ করেছেন। বরাবরের মতো এবারেও বৈচিত্রতা থাকবে তার কাজগুলোতে। পাশাপাশি বিটিভির জন্য উপস্থাপক হিসেবে হাজির হবেন জনপ্রিয় অনুষ্ঠান ‘আনন্দ মেলা’তে। সেখানে রিয়াজের সঙ্গে আরও থাকবেন মেহের আফরোজ শাওন।

এলএ

আরও পড়ুন