ঈদের নাটক জুম্মন কসাই
টিভি দর্শকদের ঈদ মানেই বিনোদনের ষোলকলা পূর্ণ করার আয়োজন। সেই লক্ষে চলে ব্যাপক প্রস্তুতি। প্রতিবারের মতো এবারেও আসছে কোরবানি ঈদকে ঘিরে নাটক-টেলিছবি নির্মাণের ধুম পড়েছে।
সেই তালিকায় দারুণ এক সংযোজন হতে যাচ্ছে ‘জুম্মন কসাই’। পুরান ঢাকার গল্পে নির্মিত এই নাটকটি রচনা ও পরিচালনা করেছেন কামাল হোসেন বাবর। এতে বেশ কিছু চরিত্রে দেখা থাকছেন বিজরী বরকতউল্লাহ, ইরফান সাজ্জাদ, শবনম পারভিন, বরদা মিঠু, সোহেল খান, কামাল হোসেন বাবর, তারেক স্বপন, ইফাতা তিশা, আনোয়ার হোসেন, প্রমি, সজীব প্রমুখ।
নাটকটি সম্পর্কে নির্মাতা বলেন, ‘ঈদে দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে নাটক। সবাই টিভির সামনে বসে অবকাশের সময়গুলো আনন্দে কাটাতে চায়। সেই ভাবনা থেকে চেষ্টা করেছি ভালো লাগবার মতো একটি নাটক নির্মাণের। আশা করছি দর্শকরা হতাশ হবেন না।’
নাটকে দেখা যাবে পুরান ঢাকার ঐতিহ্যবাহী কসাই পরিবারের সন্তান জুম্মন কসাই। পূর্ব পুরুষদের বংশ পরম্পরায় তিনি সুনামের সঙ্গে এই পেশায় জড়িত রয়েছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে তার নামে নানা সমালোচনা শোনা যায়। ক্রেতাদের দাবি, জুম্মন কসাইয়ের আচরণ ও ব্যবহার আগের মতো নেই। তিনি মাংসের পরিমাপেও ক্রেতাদের ঠকাচ্ছেন। মাংসের চেয় হাড়-গোড়ই থাকে বেশি। কিন্তু কসাই তা মানতে রাজি নন।
জুম্মন কসাইয়ের দুই কন্যা ঝুমা কসাই ও রেশমা কসাই। ছোট মেয়ে রেশমা কলেজে পড়লেও বড় মেয়ে ঘরজামাই নিয়ে বাড়িতেই থাকে। অবশ্য সে জামাই ঘরজামাই হওয়াকে শ্বশুরের পুত্রতুল্য হওয়ার সৌভাগ্য ও শ্বশুরবাড়ির প্রতি দায় দায়িত্ব পালনের যোগ্যতা দিয়ে মাপে। বেশি বুঝার দোষ থাকায় লোকে থাকে ‘বোঝোক্ষোর’ জামাই হিসেবে ডাকে।
অন্যদিকে জুম্মন কসাইয়ের প্রতিবেশি মুরগী ব্যাপারী আনিস উদ্দিনও হাজির থাকবেন তার পরিবার নিয়ে, এই নাটকে। তার স্ত্রী শবনম ব্যাপারী ও একমাত্র পুত্র সাজ্জাদ ব্যাপারী। খিটখিটে মেজারের এই মুরগী ব্যাপারী রোজ সকালে ছেলেকে গালাগাল করে বাড়ি থেকে বের হন আবার রোজ রাতে ঘুমাতেও যান ছেলেক গালি দিয়ে। অভিযোগ, পুত্র তারই দুই চোখের দুশমন জুম্মন কসাইয়েরে ছোট মেয়ের সঙ্গে প্রেম করে।
অবশ্য নিজের কন্যার এই প্রেম নিয়ে জুম্মন কসাইও রাজি নন। তার দাবি, গরুর ব্যপারী আর মুরগীর ব্যাপারীর মধ্যে অনেক ফারাক। এই ফারাকের মাঝখানে আত্মীয়তা করা যায় না।
এই প্রেমকে ঘিরে দুই পরিবারের লোকদের মধ্যে ঘটতে থাকে হাসি-কান্নার নানা ঘটনা। সেইসব ঘটনা দেখতে চোখ রাখতে হবে বেসরকারি টিভি চ্যানেল বৈশাখীতে। নাটকটি প্রচার হবে ঈদের ৫ম দিন।
এলএ