ফান্দে পড়িয়া বগা কান্দে
মাস পেরোলেই ঈদ। আর ঈদের বিনোদনের একটা রড় জায়গা জুড়ে আছে বিভিন্ন চ্যানেলে ঈদের নাটক। ঈদ ঘিরে নাট্য নির্মাতা, কলাকৌশলী, প্রযোজনা প্রতিষ্ঠানগুলো ভীষন ব্যস্ত সময় পার করছেন।
গল্পের প্রয়োজনে আর দর্শকের বিনোদনের মাত্রা আরও বাড়িয়ে দিতে শুধু দেশে-বিদেশে সুন্দর আর মনোরম সব লোকেশনে নাটক নির্মাণ হচ্ছে। এবারে নেপালে নির্মিত হলো ‘ফান্দে পড়িয়া বগা কান্দে’ শিরোনামের ধারাবাহিক নাটক। এটি রচনা করেছেন আর বি প্রিতম। নাটকটি প্রচারিত হবে দীপ্ত টিভিতে আসছে ঈদের অনুষ্ঠান মালায়।
নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরেশ যাকের, শবনম ফারিয়া, সাজু খাদেম, আফরান, নাবিলা ইসলাম, সানজিদা তন্ময়, আর বি প্রীতম ও আরও অনেকে। নাটকটি প্রযোজনা করেছে টম ক্রিয়েশন্স।
নাটকটি সম্পর্কে নির্মাতা আর বি প্রিতম জানান, ‘নাটকটিতে মূল চরিত্রগুলো কীভাবে তাদের জীবনকে বদলে ফেলে সেই বিষয়টিই তুলে ধরা হয়। নতুন পরিবেশ , নানা ঘটনা আর উপলদ্ধি মানুষের জীবনকে বদলে দেয়। নেপাল অনেক সুন্দর আর গল্পের কারণেই নেপালে শুটিং করা হয়েছে নাটকটির। আশা রাখছি দর্শকের ভালো লাগবে।’
এলএ