ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

গিটারের জাদুকর আইয়ূব বাচ্চুর জন্মদিন আজ

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৪৬ এএম, ১৬ আগস্ট ২০১৭

চট্টগ্রাম শহরে ১৯৬২ সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন নন্দিত ব্যান্ড তারকা ও গিটার লিজেন্ড আইয়ূব বাচ্চু। ছোটবেলা থেকেই গিটারের প্রেমে পড়েন তিনি। ১৯৯১ সালে বন্ধুরা মিলে গড়ে তুলেন এলআরবি নামের একটি ভিন্ন ধারার ব্যান্ড দল।

সংগীতের আঙিনায় আইয়ূব বাচ্চু একাধারে গীতিকার, সুরকার, সংগীত পরিচালক এবং গায়ক হিসেবে জিনপ্রিয়। আজ তার জন্মদিন। এইদিনে শ্রোতা-ভক্ত ও বন্ধু-স্বজনদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি। ভক্তদের ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আইয়ূব বাচ্চু বলেন, ‌‘আমি কৃতজ্ঞ সবার কাছে। আপনাদের ভালোবাসায় সিক্ত আমি। আপনারাই আমার সম্পদ। আপনাদের ভালোবাসাই আমার আগামীর বেঁচে থাকার অনুপ্রেরণা।’

মূলত রক ঘরানার কণ্ঠের অধিকারী হলেও আধুনিক গান, ক্লাসিকাল সংগীত এবং লোকগীতি দিয়েও শ্রোতাদের মুগ্ধ করেছেন তিনি। আইয়ূব বাচ্চুর কণ্ঠ দেয়া প্রথম গান ‘হারানো বিকেলের গল্প’।

আইয়ূব বাচ্চুর প্রথম প্রকাশিত একক অ্যালবাম ‘রক্তগোলাপ’। আইয়ূব বাচ্চুর সফলতার শুরু দ্বিতীয় অ্যালবাম ‘ময়না’র মাধ্যমে। তিনি বেশ কিছু বাংলা ছবিতে প্লে-ব্যাকও করেছেন। এছাড়া অসংখ্য অ্যালবামেও কণ্ঠ দিয়েছেন আইয়ূব বাচ্চু। এর মধ্যে ময়না, কষ্ট, প্রেম তুমি কষ্ট, দুটি মন, সময়, একা, পথের গান, ভাটির টানে মাটির গানে, জীবন, সাউন্ড অব, সাইলেন্স, রিমঝিম বৃষ্টি অ্যালবামগুলো উল্লেখযোগ্য।

আইয়ূব বাচ্চুর গাওয়া জনপ্রিয় কিছু গান সেই তুমি কেন অচেনা হলে, রূপালি গিটার, রাত জাগা পাখি হয়ে, কষ্ট পেতে ভালবাসি, মাধবী, ফেরারি মন, এখন অনেক রাত, ঘুমন্ত শহরে, বার মাস, হাসতে দেখ, এক আকাশের তারা, উড়াল দেব আকাশে।

জনপ্রিয় কণ্ঠশিল্পী ও গিটার লিজেন্ড আইয়ূব বাচ্চুর জন্মদিনে জাগো নিউজ পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা।

এনই/এলএ

আরও পড়ুন