ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

শিল্পীরা ঝাঁকে ঝাঁকে জন্মায় না : আইয়ূব বাচ্চু

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ১২:২৭ পিএম, ০৯ আগস্ট ২০১৭

জনপ্রিয় ব্যান্ডদল এলআরবি’র কর্ণধার আইয়ূব বাচ্চুর গান ও গিটারের জাদুতে মাতোয়ারা কোটি ভক্ত। শুধু গান কিংবা গিটারের সুর নয়, তিনি টুকটাক লেখালেখিও করেন। আইয়ূব বাচ্চুর লেখালেখির খবর তারা জানেন, যারা এই গায়কের ফেসবুকে যুক্ত আছে। মাঝেমধ্যেই তিনি লিখে থাকেন।

মঙ্গলবার আইয়ুব বাচ্চু তার ফেসবুক স্ট্যাটসে লিখেছেন, ‌‘শিল্পীর থাকার কথা নয় যদি মন বিষণ্ণ হয়, সত্যিই ভালো থাকার কথা নয় যদি সারাক্ষণ হৃদয়জুড়ে রক্তক্ষরণ হয়। ভালো থাকার কথা নয় যদি শিল্পী হতে চাওয়াটা কষ্টের হয়! ভালো থাকার কথা নয় শিল্পী হয়ে বেঁচে থাকাটা যদি সম্মানের না হয়।

আসলেই পৃথিবীতে শিল্পীরা ঝাঁকে ঝাঁকে জন্মায় না! বারবার আসেনা, যারাই আসে, মানুষকে ভালোবাসে, নিজেকে উজাড় করে। সবশেষে যে কটা দিন বেঁচে থাকার বেঁচে থেকে, হঠাৎ করে চলে যায় অভিমান বুকে বেঁধে। শিল্পী কোনো মিল ফ্যাক্টরিতে বানানো যায় না।’

সর্বশেষ আইয়ূব বাচ্চু কাজ করেছেন সৈয়দ আবদুল হাদীর কন্যা শিল্পী তনিমা হাদীর একক অ্যালবামে। ‘এই কি জীবন’ শীর্ষক অ্যালবামটির গানগুলোর কথা, সুর ও সংগীত করেছেন এই ব্যান্ড তারকা।

এনই/এলএ

আরও পড়ুন