ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

নাটক নিয়ে ব্যস্ত পূর্ণিমা

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০৮:২১ পিএম, ২৮ জুলাই ২০১৭

চলচ্চিত্র নয়, এখন নাটক নিয়ে ব্যস্ত এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। বৃহস্পতিবার থেকে তিনি ঈদের নাটকের শুটিং শুরু করেছেন। পূর্ণিমা বলেন, এবারের ঈদ উপলক্ষ্যে মনে হচ্ছে কাজের অনেক চাপ থাকবে। অনেক নির্মাতা চাচ্ছেন তাদের নাটকে কাজ করি। ঈদে তাদের সিডিউল দিতে হচ্ছে। তবে ভালো স্ক্রিপ্ট পেলে সিডিউল দিচ্ছি।

এদিকে জুলাইয়ের প্রথম সপ্তাহে রায়হান খান পরিচালিত ‌‘যখন সময় থমকে দাঁড়ায়’ নাটকের শুটিং হবার কথা থাকলেও শেষ পর্যন্ত শুটিং হয়নি। এতে তার বিপরীতে অভিনয় করছেন নোবেল ও মোশাররফ করিম। ছোটপর্দায় কাজ করলেও নতুন কোনো চলচ্চিত্রে পূর্ণিমাকে আপাতত দেখা যাচ্ছে না।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পূর্ণিমা বলেন, প্রায় সময়ই চলচ্চিত্রে কাজ করার জন্য প্রস্তাব আসে। কিন্তু গল্প, চরিত্র মনের মতো না হওয়ায় শেষ পর্যন্ত আর কাজ করা হয়ে উঠে না। যে কারণে নতুন কোনো চলচ্চিত্রে দেখা যাচ্ছে না। যেহেতু মনেপ্রাণে আমি চলচ্চিত্রেরই একজন মানুষ। তাই চলচ্চিত্রেই কাজ করতে চাই। কিন্তু সবকিছু ব্যাটে-বলে না হলে তো আর কাজ করা যায় না।

২০১২ সালে পূর্ণিমা অভিনীত ‘লোভে পাপ পাপে মৃত্যু’ ছবিটি সর্বশেষ মুক্তি পায়। এটি পরিচালনা করেছিলেন সোহানুর রহমান সোহান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এনই/জেডএ

আরও পড়ুন

বিজ্ঞাপন