ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

হলিউডেও বৈষম্যের শিকার নারীরা!

প্রকাশিত: ১০:২৪ এএম, ২৮ মে ২০১৫

কিছুদিন আগেই বলিউডের কঙ্গনা রানাউত, প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন বলছিলেন বলিউড নারী বৈষম্যের শিকার। এখানে পুরুষের পাশাপাশি নারীরা সমান পারিশ্রমিক পান না।

এবার একই কথা বললেন হলিউড তারকা ডেবি রায়ান। এই অভিনেত্রীর দাবি হলিউডেও নারীরা নানা দিত থেকে বৈষম্যের শিকার। সেইসাথে তিনি রূপালি জগতে খোলামেলা হওয়াটাকেও নারীদের জন্য একটি প্রতিবন্ধকতা বলে মন্তব্য করেছেন।

এইচ শোবিজ ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে ২২ বছর বয়সী এ উঠতি অভিনেত্রী আরো বলেন, ‘এখানে আমাকে অনেক কঠিন পথ পাড়ি দিতে হয়েছে। আমি যে যুদ্ধ করেছি তা কেউ জানে না। তবে মনে রাখা উচিত, খোলামেলা হওয়ার চেয়েও যৌনতা বড় সমস্যা।’

সাক্ষাৎকারে তিনি বলেন, ‘যৌনতা অবশ্যই এখানে শতকরা ১০০ ভাগ একটি সমস্যা। তবে এখানে নারীদের আরও সমস্যা মোকাবেলা করতে হয়। একজন পুরুষ যেভাবে বড় হয় এবং সুবিধা পায় তা নারীর ক্ষেত্রে হয় না।’

এক্ষেত্রে নিজের উদাহরণ টেনে আনেন ডোবি। তার উপদেশ, ‘সমস্যা থাকলেও দৃঢ় মনোবল নিয়ে নারীদের তা মোকাবেলা করেই টিকে থাকা উচিৎ।’

এলএ/আরআই