ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

লাভ ইন ঢাকা কনসার্টে গাইলেন রুমা তাপসী

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০৪:২৭ পিএম, ২৭ জুলাই ২০১৭

রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারের নবরাত্রি হলে বৃহস্পতিবার সন্ধ্যায় শুরু হয়েছে ‘লাভ ইন ঢাকা’ শিরোনামের কনসার্ট। দেশি-বিদেশি শিল্পীদের সমন্বয়ে গঠিত এই কনসার্টে প্রথমেই মঞ্চে ওঠেন প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী রুমা তাপসী।

তিনি মঞ্চে ওঠেন সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ। এরপর কিন্নর কণ্ঠে একে একে পরিবেশন করেন তিনটি গান। প্রথমেই পরিবেশন করেন সাবিনা ইয়াসমিনের বিখ্যাত দেশের গান ‘সব ক’টা জানালা খুলে দাও না’ গানটি।

এরপর লতা মুঙ্গেশকরের ‘এক রাধা’; রুনা লায়লায় ‘মাস্ত কালান্দার’ গান পরিবেশন করেন রুমা তাপসী। তার গানে মুগ্ধ হয়ে উপস্থিত শ্রোতারা করতালি দিয়ে অভিবাদন জানান।

কনসার্টটি আয়োজন করেছে গ্র্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট। যার মূল আকর্ষণ বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী সুনিধি চৌহান। এছাড়া গেয়েছেন বাংলাদেশের তাহসান, কর্ণিয়া প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন রিয়াজ, পায়েল ও নওশীন।

এনই/বিএ