ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

পরিচালক সমিতির কমিটি থেকে বহিষ্কার গাজী মাহাবুব

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০৮:১০ এএম, ২৬ জুলাই ২০১৭

‌জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী ‌‘প্রেমের তাজমহল’ ছবির নির্মাতা গাজী মাহাবুবের সাধারণ সদস্যপদ স্থগিত করেছে চলচ্চিত্র পরিচালক সমিতি। এছাড়া নির্বাচিত পরিচালক সমিতির কার্যনির্বাহী কমিটি থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। ২৪ জুলাই লিখিত চিঠির মাধ্যমে গাজী মাহাবুবকে এই বিষয়ে জানিয়ে দিয়েছে পরিচালক সমিতি।

জাগো নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন চিত্রপরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন। তিনি বলেন, ‘এক বছরের জন্য গাজী মাহাবুবের সদস্যপদ স্থগিত করা হয়েছে। এছাড়া কার্য নির্বাহী কমিটি থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। যার ফলে পরিচালক সমিতির সকল গঠনতন্ত্র অনুযায়ী তিনি কোনো সুযোগ সুবিধা পাবেন না।’

পরিচালক সমিতির থেকে সদস্যপদ স্থগিত এবং কার্য নির্বাহী কমিটি থেকে বাতিল সংক্রান্ত লিখিত চিঠি ২৫ জুলাই সকালে হাতে পেয়েছেন নির্মাতা গাজী মাহাবুব। ওই চিঠিতে চিত্রপরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজারের স্বাক্ষর রয়েছে বলে জানান তিনি।

এ ব্যাপারে পরিচালক নেতা গুলজার জাগো নিউজকে বলেন, ‘২১ মে গাজী মাহাবুব এফডিসিতে সিনিয়র পরিচালকদের সঙ্গে খারাপ আচরণ করেন। এবং আচরণ বিধি লঙ্ঘন করে পুলিশি ঝামেলা বাঁধান। পরে পুলিশ এসে তাকেই অপরাধী হিসেবে শনাক্ত করে। এটা পরিচালক সমিতির জন্য বিব্রতকর ছিলো। পুলিশের কাছে তার করা সকল অভিযোগ মিথ্যে প্রমাণিত হওয়ায় আমরা পরিচালক সমিতি থেকে তার সদস্যপদ এক বছরের জন্য স্থগিত করেছি এবং কার্য নির্বাহী কমিটি থেকে তাকে বাতিল করেছি।’

সদস্যপদ স্থগিত হওয়ায় গাজী মাহাবুব ছবি বানাতে পারবেন কিনা জানতে চাইলে মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘সেটা বিশেষ বিবেচনায় দেখা যাবে। তিনি যদি লিখিত আবেদন করেন তারপর আমরা কমিটি থেকে সেটা বিবেচনা করবো। তবে পরিচালক সমিতির কোনো সুযোগ সুবিধা পাবেন না।’

এ প্রসঙ্গে গাজী মাহাবুব জাগো নিউজকে বলেন, ‘আমার সঙ্গে এটা অন্যায় করা হয়েছে। নায়ক রাজরাজ্জাককে নিয়ে কটূক্তি করায় আমি তাৎক্ষণিক প্রতিবাদ করেছিলাম। কিন্তু উল্টো আমাকে সদস্যপদ স্থগিত এবং কার্যনির্বাহী কমিটি থেকে বাতিল করা হলো। সিনিয়র নির্মাতাদের সঙ্গে আমি এ ব্যাপারে আলোচনা করবো।’

পরিচালক সমিতির সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে গাজী মাহাবুব নতুন পরিচালক সমিতি তৈরি করবেন বলেও শোনা গিয়েছিলো। তবে সে নিয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই তার। শুরুতে যৌথ প্রযোজনার নিয়ম না মানার আন্দোলনের পক্ষে নেতৃত্ব দিতে দেখা গেলেও ওই দ্বন্দ্বের পর গাজী মাহাবুব আন্দোলনের বিপক্ষে থাকা দলে যোগ দেন। তাকে হল মালিক, বুকিং এজেন্ট ও জাজ মাল্টিমিডিয়া আয়োজিত বেশ কিছু সংবাদ সম্মেলনেও দেখা যায়।

শোনা যাচ্ছে, আন্দোলনের বিপক্ষে থাকার পুরস্কার স্বরুপ জাজ প্রযোজিত একটি ছবির পরিচালনার সুযোগ পাচ্ছেন এই নির্মাতা। সেখানে কলকাতার জনপ্রিয় কোনো একজন নায়িকার বিপরীতে অভিনয় করবেন শাকিব খান।

প্রেমের তাজমহল ছাড়াও গাজী মাহবুব নির্মাণ করেছেন ‘আমার পৃথিবী তুমি’, ‘রাজা সূর্য খাঁ’, ‘শিরী ফরহাদ’ ইত্যাদি ছবিগুলো। এছাড়া ‘ভালোবাসা ২৪×৭’ নামের একটি ছবির মহরত করেছেন গেল মে মাসে। এখনও এই ছবির শুটিং শুরু হয়নি।

এনই/এলএ

আরও পড়ুন