ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ে অনন্য রেকর্ড

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৪৮ এএম, ২৪ জুলাই ২০১৭

দেশীয় চলচ্চিত্রের কিংবদন্তি চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান। জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ে অনন্য রেকর্ড গড়লেন তিনি। এবার ‘পদ্ম পাতার জল’ ছবির জন্য জাতীয় ক্যাটাগরিতে শ্রেষ্ঠ চিত্রগ্রাহকের পুরস্কার পেতে যাচ্ছেন এই চিত্রগ্রাহক।

নন্দিত এই চিত্রগ্রাহক এবার নিয়ে মোট ৯টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন। ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে তিনিই একমাত্র চিত্রগ্রাহক, যার হাতে ৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার উঠছে। ব্যক্তি সাফল্যে তিনি দ্বিতীয়। তার আগে নন্দিত অভিনেত্রী শাবানা ৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন।

মাহফুজুর রহমান খান কয়েক শতাধিক চলচ্চিত্রের চিত্রগ্রহণ করেছেন। ঢাকাই ছবির উত্থান-পতনের সাক্ষী তিনি। চিত্রগ্রহণের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনা ও পরিচালনা করেছেন। এছাড়া ‘জল্লাদের দরবার’, ‘আমার জন্মভূমি’, ‘দাবি’, ‘আলো ছায়া’, ‘চলো ঘর বাঁধি’ চলচ্চিত্রে নায়কের ভূমিকায় অভিনয় করেছেন তিনি।

দীর্ঘ চার দশকের ক্যারিয়ারে তিনি যে ৯টি ছবির চিত্রগ্রহণের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন সেগুলো হলো- অভিযান (রঙিন), সহযাত্রী (সাদাকালো), পোকা মাকড়ের ঘর বসতি, শ্রাবণ মেঘের দিন, দুই দুয়ারী, হাজার বছর ধরে, আমার আছে জল, ঘেটুপুত্র কমলা এবং সর্বশেষ পদ্ম পাতার জল।

এ বিষয়ে মাহফুজুর রহমান খান বলেন, যতদিন বেঁচে থাকব ক্যামেরার পেছনে কাজ করে যেতে চাই। এক জীবনে ক্যামেরার মতো এত বেশি ভালো আর কাউকে বাসতে পারিনি। ক্যামেরার জন্য যৌবনেও পাগলামি ছিল, এখনও আছে।

তিনি আরও বলেন, একজন চিত্রগ্রাহক হওয়ার যে নেশা ধরে বসেছিল আজও তা একই রকম আছে। প্রতিনিয়তই শিখছি নতুন কিছু। আর এটা কাজ করতে গিয়েই সম্ভব হচ্ছে।

উল্লেখ্য, বাংলাদেশে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয় ১৯৭৫ সালে। সেই থেকে ২০১৭ সাল পর্যন্ত ৪০টি আসর বসেছে রাষ্ট্রীয়ভাবে চলচ্চিত্রে স্বীকৃতির। প্রতি বছরই কোনো না কোনো চিত্রগ্রাহক শৈল্পিক উপস্থাপনা দিয়ে জয় করে নিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।  

এনই/আরএস/পিআর

আরও পড়ুন