ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

নেপালে দুর্গতদের জন্য প্রাণ-এর কনসার্ট চলছে

প্রকাশিত: ১২:১৬ পিএম, ২১ মে ২০১৫

ভূমিকম্পে বিধ্বস্ত নেপালিদের সহায়তায় প্রাণ-এর জনপ্রিয় কোমলপানীয় ব্র্যান্ড প্রাণ আপ আয়োজিত বিশেষ কনসার্ট চলছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় রাজধানীর কলাবাগান মাঠে এ কনসার্ট শুরু হয়।

এ কনসার্টের মাধ্যমে পাওয়া সমুদয় অর্থ দেওয়া হবে হিমালয় কন্যা নেপালের দুর্গত মানুষদের। আর এভাবেই দ্বিতীয়বারের মতো নেপালের দুর্গত মানুষদের সহায়তায় এগিয়ে এলো বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রুপ।

আয়োজকরা জানান, সুপারশপ স্বপ্ন থেকে ১৫০ টাকায় টিকিট সংগ্রহ করে কনসার্টে প্রবেশ করেন দর্শকরা। এসময় তাদের ১টি করে প্রাণ আপ দেয়া হয়।



মানবতার জন্য বিশেষ এই আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে অংশ নিয়ে প্রতিবেশী নেপালের মানুষদের পাশে থাকছে অনলাইন নিউজপোর্টাল জাগোনিউজ২৪.কম এবং দৈনিক কালের কণ্ঠ।

এর আগে, গত ২৫ এপ্রিল শক্তিশালী ভূমিকম্পের পর প্রাণ-আরএফএল গ্রুপ দেশের প্রথম কোনো বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে ক্ষতিগ্রস্ত নেপালের মানুষের জন্য ত্রাণ সহায়তা হিসেবে ৩ হাজার কার্টন শুকনো খাবার পৌঁছে দিয়েছে।

রাজধানীর কলাবাগান মাঠে আয়োজিত এ কনসার্টে সঙ্গীত পরিবেশ করছে দেশের জনপ্রিয় ১২টি ব্যান্ড দল। ব্যান্ডদলগুলো একে একে স্টেজে যাচ্ছেন। জনপ্রিয় বিভিন্ন গান পরিবেশন শুরু করেছেন তারা। মনোজ্ঞ এ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে ক্রমেই বাড়ছে দর্শক।



আয়োজকরা জানান, বিশেষ এ কনসার্টে আছে এলআরবি, সোলস, ফিডব্যাক, আর্ক, ব্লাক, শূন্য, পেন্টাগণ, পাওয়ার ভয়েসসহ এই প্রজন্মের আরো কয়েকটি জনপ্রিয় ব্যান্ডদল। এছাড়া সঙ্গীত ও সাংস্কৃতিক অঙ্গনের তারকারাও রয়েছেন।

এসএ/একে/আরআই