ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

ভারতীয় সিনেমায় নতুনমাত্রা দিল মেরি কম

প্রকাশিত: ০৩:৪৭ এএম, ০৭ সেপ্টেম্বর ২০১৪

৫ অক্টোবর বড় পর্দায় মুক্তি পেল ১৯৯১ থেকে ২০০৭ অবধি পাঁচবার বক্সার বিশ্বচ্যাম্পিয়ন মেরি কমের বায়োপিক নিয়ে তৈরি হিন্দী ছবি ‘মেরি কম’৷ ভারতের ‘সম্মান’ মেরি কমের ভূমিকায় অনস্ক্রিন অভিনয় করলেন বি-টাউনের ফেমাসস্টার প্রিয়াঙ্কা চোপড়া৷ ছবির শ্যুটিং হয়েছে ইমফল, মণিপুরের মতো বিভিন্ন জায়গায়, যে মাটিতে সৃষ্টি হয়েছে বিশ্বচ্যাম্পিয়ন মেরি কমের মতো বিশেষ প্রতিভার৷ পেশায় কৃষকের একমাত্র মেয়ে মেরি কম, যার মধ্যে ছিল বক্সার হিসাবে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার এক তীব্র আকাঙ্খা৷ ডেবিউ পরিচালক ওমাঙ্গ কুমারের ডিরেকশানে মেরি কমের চরিত্রকে দুর্দান্তভাবে ফুটিয়ে তুলেছেন বলিউডের দক্ষ অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া৷

বলিউডের গ্ল্যামারাস স্টার প্রিয়াঙ্কা দোস্তনার ‘দেশি গার্ল’ মোড়ক ছাড়িয়ে মেরি কমের আদলে দর্শকের সামনে মেলে ধরেছেন নিজেকে৷ নিজের চরিত্র কোনো রকম খামতি যাতে না থাকে তার জন্য নিজের সঙ্গে চ্যালেঞ্জ নিয়েছিলেন প্রিয়াঙ্কা৷ সেক্সি বডিকে করে তুলেছেন রাফ অ্যন্ড টাফ, চাকচিক্যকে দূরে সড়িয়ে চ্যালেঞ্জিং ছাপকে ফুটিয়ে তুলেছেন নিজের মুখে৷ মেরির স্বামীর ভূমিকায় অভিনয় করেছেন দর্শন কুমার, এছাড়া বাবার চরিত্রে রবীন দাস ও মেরির কোচের মতো গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেল সুনীল থাপাকে৷

কিছুটা ফ্ল্যাশব্যাক স্ট্রাকচারে তৈরি হয়েছে পরিচালক ওমাঙ্গ কুমারের ‘মেরি কম’৷ একটি মুহুর্ত থেকে আরেকটি মুহুর্তকে  ফ্ল্যাশব্যাকের মধ্যে দিয়েই দর্শকের সামনে তুলে ধরা হয়েছে৷ এটি একপ্রকার ড্রামাটিক ছবি৷ মেরি কমের ‘জিদ্দি দিল’ গানটিও ছবির জন্য একেবারে প্রযোজ্য৷

দ্বিতীয়ভাগে বক্সারের দৌড়ের পাশাপাশি মেরির জীবনের রোমান্সের দিকটিকে বিয়ের মাধ্যমে সুন্দরভাবে তুলে ধরেছেন৷ বিয়ের পর দুই সন্তানের মায়ের ভূমিকায় দেখা গেল প্রিয়াঙ্কাকে৷ একইসঙ্গে স্বামী দর্শন কুমারের তাঁকে সম্পূর্ণ সহোযোগিতা করার চিত্রটাও ফুটিয়ে তুলেছেন ‘মেরি কম’ ছবির মধ্যে৷ সন্তানের দেখাশুনার দায়িত্ব নিয়ে আবার বক্সিং এ ফিরে যাওয়ার জন্য অনুপ্রেরনা দেন স্ত্রী মেরিকে৷ ছবি শেষের আগে মেরি, তাঁর স্বামী দর্শন ও বাবা রবীন দাস একসঙ্গে আবির্ভুত হন একটি ইমোশনাল ট্রাকে৷