ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

মাদক ও জঙ্গিবিরোধী কনসার্ট মাতালেন তারকারা

প্রকাশিত: ১১:১০ এএম, ০৬ জুলাই ২০১৭

মাদক ও জঙ্গিমুক্ত দেশ গড়তে বদ্ধপরিকর বাংলাদেশ সরকার ও দেশের আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সমাজকে মাদকের কালো থাবা থেকে মুক্ত করতে দেশের পুলিশ-র‍্যাব বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে অন্যতম হলো- দেশের বিভিন্ন স্থানে মাদকবিরোধী কনসার্ট ও সচেতনতামূলক অনুষ্ঠান।

এসব অনুষ্ঠানে অংশ নেন দেশের বিভিন্ন সেলিব্রেটিরা। তারা সাধারণ মানুষকে মাদক ও জঙ্গি কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য বিভিন্নভাবে উৎসাহিত করেন। যেমনটা করলেন ঢাকাই চলচ্চিত্রে জনপ্রিয় কয়েকজন তারকা।

বুধবার (৫ জুলাই) টঙ্গীর কলেজগেট মাঠে মাদক ও জঙ্গিবিরোধী এক অনুষ্ঠানে অংশ নেন চিত্রনায়ক আলমগীর, রিয়াজ, পপি, জায়েদ খান, সাইমন সাদিক, সারিকা, আঁখি আলমগীর প্রমুখ। তারা সবাই মিলে মাতিয়ে তোলেন এই জনসচেতনামূলক অনুষ্ঠান।

Riaz Bhai

এ প্রসঙ্গে চিত্রনায়ক সাইমন সাদিক জাগো নিউজকে বলেন, ‘আমরা শামিল হয়েছিলাম মাদক ও জঙ্গিমুক্ত দেশ গড়তে সেখানকার হাজারও মানুষকে উৎসাহিত করতে। এরপর অনেকেই মাদক ও জঙ্গি কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য বক্তব্য দেন এবং বিভিন্নভাবে পারফর্ম করেন।’

তিনি বলেন, ওই অনুষ্ঠানে গাজীপুর জেলার পুলিশ সুপার ছাড়াও প্রশাসনের উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এনই/এলএ

আরও পড়ুন