বিপদমুক্ত তিনা, বন্ধুদের কাছে রিয়াজের কৃতজ্ঞতা
হঠাৎ রক্তচাপজনিত সমস্যায় স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেতা রিয়াজের স্ত্রী তিনা। অপারেশন শেষে এখন তিনি বিপদমুক্ত রয়েছেন।
এদিকে গতকাল স্ত্রীর অপারেশনের জন্য এবি নেগেটিভ গ্রুপের রক্ত লাগবে বলে নিজের ফেসবুক ওয়ালে স্ট্যাটাস দেন রিয়াজ। তার সেই সাহায্য আবেদনের প্রেক্ষিতে অভূতপূর্ব সাড়া পড়েছে। যা দেখে নিজেই পুলকিত এবং আবেগতাড়িত হয়েছেন বিমানবাহিনীর সাবেক এই সদস্য।
স্ত্রীর বিপদ কেটে গেলে বুধবার সকালে সকল শুভাকাঙ্খীদের ধন্যবাদ জানিয়ে আরো একটি স্ট্যাটাস পোস্ট করেন দেশীয় চলচ্চিত্রে ভদ্র, মার্জিত এবং স্মার্ট এই নায়ক। সেখানে তিনি আল্লাহর উপর শুকরিয়া আদায় করে বলেন, ‘আমার স্ত্রী তিনা এখন বিপদমুক্ত। রক্ত আহ্বানের পর সবার সাড়া পেয়ে আমি চমকিত এবং আবেগতাড়িত হয়ে পড়েছি। বন্ধুদের ভালোবাসায় বারবার আমার চোখে ঝড়েছে কৃতজ্ঞতার অশ্রুজল।’
ফেসবুক বন্ধুদের প্রতি শুভকামনা জানিয়ে রিয়াজ আরো বলেন, ‘এ পৃথিবীতে এখনও ‘মানুষ’ আছে। বিপদে আছে ‘অচেনা বন্ধু’। আপনাদের আমার সালাম। ভালো থাকুন। করুণাময়ের রহমত ঘিরে থাকুক আপনাকে ও আপনার প্রিয়জনকে সারাক্ষণ।’
এসময় রিয়াজ স্কয়ার হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ও চিকিৎসকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এলএ