ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

‘ঈদে আগের সেই আমেজ খুঁজে পাই না’

প্রকাশিত: ০৪:৪৪ এএম, ২৮ জুন ২০১৭

জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের শৈশব কেটেছে বরিশালে। শৈশবের ঈদের দিনে তিনি সেখানেই কাটাতেন। এরপর অভিনেতা হিসেবে ‘নামডাক’ আসার পর ব্যস্ততার খাতিরে ঢাকাতেই ঈদ পালন করেন মোশাররফ করিম। রাজধানীতে প্রতিবছর ঈদ পালন করে আগের সেই আনন্দে নিজেকে তৃপ্ত করতে পারেন না তিনি। এই অভিনেতা মনে করেন, শহুরে জীবনের ঈদ অনেকটা ফ্যাকাশে, রসকষহীন।

জাগো নিউজকে মোশাররফ করিম বলেন, ‘বরিশালে কেটেছে আমার দুরন্ত শৈশব। ছোটবেলায় ঈদের জন্য মুখিয়ে থাকতাম আমরা। কাজিনদের সঙ্গে হুল্লোড় করে বেড়াতাম। ২৭ রমজানে হাতে মেহেদী লাগাতাম। রোজার ঈদে সেলামী সংগ্রহ করতাম, কোরবানির ঈদ গরুর হাটে বাবার সঙ্গে গরু কিনতে যেতাম।’

তিনি বলেন, ‘ঢাকায় আসার পর সেই দিনগুলিকে মিস করি ভীষণ। এখন নানা কাজের চাপে বরিশাল আর যাওয়া হয় না। ঢাকাতেই ঈদ করতে হয়। তবে এখনকার ঈদগুলোকে আগের সেই আমেজ খুঁজে পাই না। কোথায় যেন একটা খামতি দেখা দেয়। এবার সপরিবারে ঢাকাতেই ঈদ পালন করেছি। এরপর দিনের বেলা বাসায় বিভিন্ন টিভি-অনুষ্ঠান দেখেছি। খাওয়া-দাওয়া করে বিকেলে পরিবার-পরিজন নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম।’

মোশাররফ করিম বলেন, ‘টানা কাজ করে নিজের কাছে একঘেয়েমি লাগছে। তাই শিগগির পরিবার নিয়ে দেশের বাইরে ক’দিনের জন্য বেড়াতে যাব। ফিরেই আবার কোরবানির ঈদের কাজ শুরু করতে হবে।’

এনই/আরএস/এমএস

আরও পড়ুন