সবচেয়ে আবেদনময়ী নারী দীপিকা
ভারতীয় নারীদের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ও আবেদনময়ী নারী এখন দীপিকা পাড়ুকোন। এফএইচএম সাময়িকীর এক জরিপে সবচেয়ে আবেদনময়ী ১০০ নারীর তালিকায় তিনিই আছেন শীর্ষে। পুরুষরা তার পক্ষে বেশি ভোট দিয়েছেন। এজন্য এফএইচএম সাময়িকীর নতুন সংখ্যার প্রচ্ছদকন্যা হয়েছেন দীপিকা।
টানা তিন বছর তালিকার শীর্ষে থাকার এবার মুকুটটা হারালেন ক্যাটরিনা কাইফ। এ বছর তিনি আছেন তিন নম্বরে। দুইয়ে আছেন প্রিয়াঙ্কা চোপড়া। ৭২ নম্বর থেকে এক লাফে চারে উঠে এসেছেন নার্গিস ফাখরি। ৮৮ নম্বর থেকে পাঁচে জায়গা পেয়েছেন শ্রুতি হাসান। ইলিয়েনা ডি`ক্রুজ ৭৬ নম্বর থেকে উঠে এসেছেন আটে। আনুশকা শর্মা চার থেকে ছয়ে আর কারিনা কাপুর খান আট থেকে নেমে গেছেন ১১ নম্বরে।
এফএইচএমকে দেওয়া সাক্ষাৎকারে দীপিকা বলেছেন, `কোনো মানুষ যদি আবেদনময়ী বলে তাহলে সব নারীই খুশি হয়। আমারও ভালো লাগছে। আমার কাছে আবেদনময়ী মানে হলো ব্যক্তিত্ব, রসবোধ, আত্মবিশ্বাস, আবেগপ্রবণ হওয়া।`
যদিও এই জরিপে সবাইকে পেছনে ফেলার ক্ষেত্রে নিজের শারীরিক গড়নের চেয়ে চলচ্চিত্রগুলোই বেশি কাজে এসেছে বলে মনে করেন দীপিকা। ২৮ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, `মনে হচ্ছে যেসব কাজ করেছি তা ভূমিকা রেখেছে এই জরিপের ফলে। আমার শারীরিক গড়নে মুগ্ধ হয়ে কেউ ভোট করেছেন বলে মনে হয় না। বিজ্ঞাপনচিত্রের কাজ ছবির সাফল্যে অবদান রাখে বলেও মনে করি আমি।`
দীপিকা আরও বলেন, `ভাগ্য পক্ষে ছিল বলেই গত ২-৩ বছরে অসাধারণ ও বৈচিত্রময় কিছু চরিত্রে অভিনয় করতে পেরেছি। তাই আমার মনে হয়, এসব ছবি ও চরিত্রগুলোর জনপ্রিয় এবং বিজ্ঞাপনচিত্রই সবচেয়ে আকর্ষণীয় নারীর খেতাব এনে দিয়েছে আমাকে।`
এদিকে দীপিকার নতুন ছবি `ফাইন্ডিং ফ্যানি`র স্থিরচিত্র প্রকাশ হয়েছে। হোমি আদাজানিয়া পরিচালিত এ ছবিতে তার সহশিল্পী অর্জুন কাপুর, নাসিরুদ্দিন শাহ, ডিম্পল কাপাডিয়া ও পঙ্কজ কাপুর । ছবিটির অফিসিয়াল ট্রেলার মুক্তি পাবে আগামী ৯ জুলাই। আর ছবিটি প্রেক্ষাগৃহে আসবে এ বছরের ১২ সেপ্টেম্বর।