ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

ঈদে রাজকন্যা ও ডালিম কুমারের গল্প

প্রকাশিত: ০৯:৩৪ এএম, ২৪ জুন ২০১৭

বাংলাদেশের টিভি নাটকের ইতিহাসে প্রথমবারের মতো সম্পূর্ণ থ্রিডি, ভিএফএক্স ও ভিজ্যুয়াল গ্রাফিক্স নির্ভর নির্মিত হলো ধারাবাহিক নাটক। ৭ পর্বের এই নাটকের নাম ‌‘ডালিম কুমার’।

এটি দেশের জনপ্রিয় টিভি চ্যানেল এনটিভিতে প্রচারিত হবে ঈদের ১ম দিন থেকে ৭ম দিন পর্যন্ত সন্ধ্যা ৬টা ১০ মিনিটে। নাবালোক ভিজ্যুয়াল মিদিয়ার ব্যানারে এই নাটকটি নির্মাণ করেছে হোয়াইট ব্যালেন্স প্রোডাকশন। নাটকটির মূল ভাবনা ও কাহিনি লিখেছেন এস এম সালাহ উদ্দীন। নাটকটি পরিচালনা করেছেন আতিকুর রহমান বেলাল ও পর্ব পরিচালনা করেছেন মাকসুদুল হক ইমু।

নির্মাতা বলেন, ‘নাটকটি মূলত রুপকথার গল্প হিসেবে তৈরি হলেও এর মূল উদ্দেশ্য হলো আমাদের এই বাংলাদেশের শিশুরা এখনো টিভিতে বসে সুপারম্যান বা স্পাইডারম্যান কে সুপারহিরো ভাবে। তাই আমরা আমাদের দেশীয় ‘সুপারহিরো’ তৈরি করতে চেয়েছি এই নাটকের মাধ্যমে।’

নাটকে ‘ডালিম কুমার’ চরিত্রে অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর। রাজন্যা
হুররে সানজানা চরিত্রে আছেন তানজিন তিশা। আরও অভিনয় করেছন অবিদ রেহান, শুভাশীষ দত্ত তন্ময়, পলাশ লোহ প্রমূখ।

এলএ

আরও পড়ুন