ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

রোববার এফডিসিতে প্রতিবাদ সমাবেশ

প্রকাশিত: ১০:৫৫ এএম, ১৭ জুন ২০১৭

যৌথ প্রযোজনার নামে যৌথ প্রতারণার মাধ্যমে ঢাকায় প্রবেশ করছে কলকাতার ছবি। দেশের দর্শক ও সরকারকে বোকা বানিয়ে কৌশলের আশ্রয়ে নির্দিষ্ট কিছু ব্যক্তি ও মহল হুমকিতে ফেলেছে দেশীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে। দেশের বাইরে চলে যাচ্ছে অর্থও।

তাই যৌথ প্রযোজনার নামে অবৈধ ছবি নির্মাণ ও মুক্তি নিষিদ্ধ করতে সোচ্চার হয়েছে চলচ্চিত্র সংশিষ্ট ১৪ টি সংগঠনের সমন্বয়ে গঠিত চলচ্চিত্র ঐক্যজোট। আগামীকাল রোববার সকাল ১১ টায় এফডিসির প্রবেশদ্বারে সমাবেশ ডাকা হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন চলচ্চিত্র ঐক্যজোটের আহ্বায়ক চলচ্চিত্র পরিচালক মুশফিকুর রহমান গুলজার। তিনি জাগো নিউজকে বলেন, ‘সমাবেশের সময় থেকে এফডিসিতে কোনো শিল্পী-কলাকুশলী ও প্রশাসনিক ভবনের কর্মকর্তাসহ কাউকে ঢুকতে বা বের হতে দেওয়া হবে না।’

এই সমাবেশে সবশ্রেণির শিল্পী-কলাকুশলীদের উপস্থিত হতে আহ্বান করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। তিনি বলেন, ‌আগামীকাল সকাল ১১টায় এফডিসির গেটে সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখান থেকে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। প্রাথমিক অবস্থায় আমরা সমাবেশ ডেকেছি। আমাদের যৌক্তিক দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচিতে যাব।’

শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর বলেন, যৌথের নামে প্রতারণা আর নয়। বাংলাদেশ চলচ্চিত্রের সঙ্গে জড়িত সকলকে অনুরোধ করছি এই আন্দোলনকে বিজয়ী করতে সোচ্চার হতে হবে। দর্শক ও এফডিসিরর সবাইকে আহ্বান করছি এই নৈতিক আন্দলনে পাশে থাকার জন্য।’

এনই/এলএ

আরও পড়ুন