ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

ভারতের অনুরোধে বাংলাদেশ কী আজ হেরে যাবে : রিয়াজ

প্রকাশিত: ১০:২০ এএম, ১৫ জুন ২০১৭

যৌথ প্রযোজনার নিয়ম না মেনেই মুক্তি পাচ্ছে জাজ মাল্টিমিডিয়ার ছবি ‘বস ২’। এই দাবি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক ও শিল্পী সমিতিসহ ১৪টি সংগঠনের। এ মর্মে তারা সেন্সর বোর্ডে অভিযোগ করে। সেই পরিপ্রেক্ষিতে সেন্সর বোর্ডের প্রিভিউ কমিটি ছবিটি দেখার পর এটি ‘যৌথ প্রযোজনার নিয়ম মানেনি’ উল্লেখ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তথ্য মন্ত্রণালয়কে চিঠি পাঠায়।

এদিকে গত পরশু (মঙ্গলবার) জাজের এক সংবাদ সম্মেলনে ঢাকায় এসে কলকাতার নায়ক জিৎ দাবি করেন,  যৌথ প্রযোজনার নিয়ম মেনেই ‘বস ২’ নির্মাণ করা  হয়েছে।  প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজ বলেন, ‘বস ২’  যদি আসছে ঈদে মুক্তি না পায়, তবে কোনো ছবিই মুক্তি পাবে না।’

এই বক্তব্যের জের ধরে আজ (১৫ জুন) চলচ্চিত্র পরিচালক সমিতিতে ১৪ সংগঠনের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সেখানে শিল্পী সমিতির সহসভাপতি চিত্রনায়ক রিয়াজ বলেন, ‘আমরা শুনছি সেন্সর প্রিভিউ কমিটির আপত্তির পরও ‘বস ২’ ছবিটি মুক্তি পাচ্ছে। এটা খুবই হতাশার খবর। ভাবসাব দেখে মনে হচ্ছে এ দেশে আমাদের আর কারও কিছু করার নেই, আমরা সবাই ইন্ডাস্ট্রি ছেড়ে যাই। মন্ত্রণালয় বা সেন্সর বোর্ড নির্দিষ্ট মহলের ছবিই চালাক।’

RIAZ

তিনি আরও বলেন, ‘শুনতে পাচ্ছি পশ্চিমবঙ্গের সরকার নাকি এ ছবি মুক্তিতে সুপারিশ করেছে। সেই সুপারিশ রেখে ছবিটি মুক্তি দেয়া হচ্ছে। তার মানে কী দাঁড়াল? ভারত যদি আজ অনুরোধ করে বাংলাদেশ কী সেমিফাইনালে হেরে যাবে? কখনোই না! তবে সিনেমার ক্ষেত্রে আপস করা হলো এবং হচ্ছে? এর দায় কী কেউ নেবেন না?’

রিয়াজ বলেন, ‘অবশ্যই এর দায় তথ্য মন্ত্রণালয়কে নিতে হবে। কারণ এসব ছাড়ের মাধ্যমেই খারাপ অভ্যাসগুলো নিয়মিত হচ্ছে। মন্দ মানুষেরা আধিপত্য বিস্তার করছে।’

সভায় আরও উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, মহাসচিব বদিউল আলম খোকন, যুগ্ম মহাসচিব শাহীন সুমন, শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খান, চিত্র অভিনেতা ফারুকসহ ১৪ সংগঠনের নেতারা। 

এলএ/এনই/আরআইপি

আরও পড়ুন