ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

জ্বর নিয়ে হাসপাতালে ইলিয়াস কাঞ্চন

প্রকাশিত: ১২:২৫ পিএম, ০৮ জুন ২০১৭

জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কাকরাইলের একটি হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নেন তিনি।

বিকেলে ইলিয়াস কাঞ্চনের ঘনিষ্ঠজন ও নিরাপদ সড়ক চাই-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক রিয়াজউদ্দিন রিয়াজ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার দিনভর শরীরে জ্বর অনুভব করেন ইলিয়াস কাঞ্চন। পরে শারীরিক অবস্থা খারাপ হলে তিনি কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে ডাক্তারের শরণাপন্ন হন তিনি। কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
‘অবস্থা ইতিবাচক না হলে পবিত্র ওমরাহ হজ পালনের উদ্দেশে শুক্রবার তার সৌদি আরব গমনের সূচি বাতিল করা হতে পারে।’

তবে হাসপাতালে ইলিয়াস কাঞ্চন ভর্তি হবেন না বলে জানিয়েছেন রিয়াজ।

এইউএ/এলএ/এমএমএ/জেআইএম

আরও পড়ুন