ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

ফাইভে পড়ার সময় প্রথম রোজা রাখি : অপূর্ব

প্রকাশিত: ০৯:৫২ এএম, ০৭ জুন ২০১৭

মুসলিম ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ মাস রমজান। প্রত্যেক মুসলমানই চেষ্টা করেন প্রতিটি রোজা রাখার। তারকারাও এর ব্যতিক্রম নন। শুটিংসহ অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত থাকার পাশাপাশি তারাও রোজা রাখার চেষ্টা করেন।

জাগো নিউজের পাঠকদের জন্য শৈশবে প্রথম রোজা রাখার অভিজ্ঞতা জানান জনপ্রিয় অভিনেতা অপূর্ব। তিনি বলেন, ‌‘আমি তখন ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ স্কুল অ্যান্ড কলেজে পঞ্চম শ্রেণিতে পড়ি। আমাদের সেসময় বাসা ছিল মোহাম্মদপুর। তখনই প্রথম রোজা রাখি। মনে পড়ে প্রথম রোজাটি বেশ ভালো লাগা নিয়েই রেখেছিলাম।’

তিনি আরও বলেন, ‘শৈশবে সব রোজা রাখতে পারতাম না। তবে বড় হয়ে ওঠার সঙ্গে সঙ্গে নিয়মিত রোজা রাখার অভ্যাসটা তৈরি করে নিয়েছি। আল্লাহর রহমতে এখন যত সমস্যাই হোক রোজা রাখার চেষ্টা করি।’

অপূর্ব বলেন, ‘পেশাগত কারণে বর্তমানে উত্তরায় থাকি। রমজানকে ঘিরে আমার পূর্বপ্রস্তুতিটাও একটু বেশি থাকে। কারণ পরিবারের শুধু বাবা-মা বা স্ত্রী-ই নয়, আরও বেশ ক’জন থাকে। রমজান মাসটা সঠিকভাবে ইবাদত পালন করতে কারও যেন অসুবিধা না হয়, সেদিকটা সবসময় মাথায় রাখি।’

অপূর্ব বর্তমানে ব্যস্ত ঈদ নাটক নিয়ে। এরই মধ্যে শেষ করেছেন ‘ব্যাচ ২৭’, ‘ফর এভার’ ছাড়াও আরও কিছু নাটকের কাজ। এ অভিনেতার প্রথম চলচ্চিত্র ‘গ্যাংস্টার রিটার্নস’ মুক্তি পায় ২০১৫ সালের ২৭ নভেম্বর।

এনই/এলএ

আরও পড়ুন