ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

বিদেশের জন্য নির্মিত হবে বাংলা চলচ্চিত্র

প্রকাশিত: ১২:৩৬ পিএম, ১৩ মে ২০১৫

অস্ট্রেলিয়াভিত্তিক প্রযোজনা প্রতিষ্ঠানটি ‘বাসভূমি’। একযুগ ধরে ধারাবাহিক নাটক, টেলিফিল্ম, খণ্ড নাটক, প্রামাণ্য চিত্র ও ট্রাভেল শোসহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান নির্মাণ করে চলেছে।

এবার প্রতিষ্ঠানটি চলচ্চিত্র নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। ২০১৬ সালের জানুয়ারিতে বাংলা চলচ্চিত্র তৈরি করবে বাসভূমি। শুধু বাংলাদেশের বাইরে প্রদর্শনের জন্যই চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে।

নিজের কাহিনী ও চিত্রনাট্যে ‘দরজা খোলো প্রিয়ন্তি’ নামের নতুন সিনেমাটি পরিচালনা করবেন সিডনি প্রবাসী নাট্যকার আকিদুল ইসলাম। তবে নামটির পরিবর্তন হতে পারে বলে তিনি জানান।

আকিদুল জাগো নিউজকে আরো জানান, ‘দেশের বাইরে বসবাস করছে প্রায় এক কোটি বাংলাদেশি। সেইসব প্রবাসীরা সবসময়ই বাংলা চলচ্চিত্র ভালোবাসেন। তারা মুখিয়ে থাকেন বাংলা চলচ্চিত্রের জন্য। শুধুমাত্র অবকাঠামোর অভাবে এই বিরল দর্শকদেরকে আমরা বাংলা চলচ্চিত্রের সাথে যুক্ত করতে পারছি না। বাসভূমি উদ্যোগ নিয়েছে প্রবাসের এই বিপুল সংখ্যক দর্শকদের বাংলা চলচ্চিত্রের সাথে যুক্ত করে চলচ্চিত্রের সেই বিগত স্বর্ণযুগে ফিরে যেতে।’

প্রযোজনা সংস্থা বাসভূমির পক্ষ থেকে জানানো হয়, আগামী জানুয়ারিতে ‘দরজা খোলো প্রিয়ন্তি’র শুটিং শুরু হবে। অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে চিত্রায়ন হবে সিনেমাটি। প্রথম প্রিমিয়ার শো হবে সিডনিতে। বাংলাদেশের মূলধারার চলচ্চিত্রের জনপ্রিয় তারকা মৌসুমী ও ফেরদৌস ছাড়াও অস্ট্রেলিয়া প্রবাসী অভিনেতা-অভিনেত্রীরা এতে অভিনয় করবেন।

সিডনিতে বাসভূমির ১২ বছর পূর্তি উৎসবে ‘দরজা খোলো প্রিয়ন্তি’র মহরত অনুষ্ঠিত হবে ৭ জুন।

এলএ