ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

ছয় বছর বয়সে প্রথম রোজা রাখি : আতিক হাসান

প্রকাশিত: ০৭:৫৪ এএম, ৩১ মে ২০১৭

এখন সিয়াম সাধনার রমজান মাস চলছে। ধর্মপ্রাণ মুসলমানরা খোদার সন্তুষ্টি লাভের জন্য রোজা পালন করছেন। শোবিজের তারকারাও শত ব্যস্ততার ফাঁকে রোজা রাখেন। চেষ্টা করেন সবগুলো রোজা সহিভাবে পালন করতে।

রমজানের চতুর্থদিনে জনপ্রিয় সংগীতশিল্পী আতিক হাসান জাগো নিউজের পাঠকদের জানালেন তার প্রথম রোজা রাখার অভিজ্ঞতা-

আতিক হাসান বলেন, ‘যখন প্রথম রোজা রাখি তখন আমার বয়স আনুমানিক ৬ বছর হবে। একেবারেই নিজের ইচ্ছায় ৬ বছর বয়সে প্রথম রোজা রাখি। আমি বাবা-মায়ের একমাত্র ছেলে। সেসময় যতদূর মনে পড়ে ভোরে সবাই সেহেরি খাচ্ছিল, আমিও খেতে উঠেছিলাম। বাবা-মা বলেছিলেন, সেহেরি খেলে কিন্তু রোজা রাখতে হয়। তারপর আমি ওই রোজাটা অনেক কষ্ট করে রাখি। কারণ সেহেরি তো খেয়েছি।’

তিনি বলেন, ‘আমার ছোটবেলা কেটেছে চট্টগ্রাম শহরে। আমাদের পরিবার ছিল খুব ধার্মিক আর রক্ষণশীল। এরপর ১১ বছর বয়স থেকে টানা রোজা রাখা শুরু করি। এখনও প্রতিটি রোজা পালন করি, নামাজ আদায় করি। আমার সঙ্গে আমার দুই সন্তান ওদের একজনের বয়স ১৪ বছর আরেকজনের বয়স ১২; ওরাও রোজা রাখছে।’

শৈববের রমজানের স্মৃতি মনে করতে গিয়ে অনেকটা নস্টালজিক হয়ে পড়েন আতিক হাসান। বলেন, ‘রমজানে শবে কদরের নামাজ আদায় করতে যেতাম চট্টগ্রামের তৎকালীন জুমা মসজিদে। বন্ধু-বান্ধব সবাই মিলে মানাজ পড়তে যেতাম রাতে। সেইসব আজও চোখে জ্বলজ্বল করে ভাসছে।’

অনেকদিন পর আবারও শ্রোতাদের মাঝে নতুন গান নিয়ে আসছেন আতিক হাসান। তিনি জানালেন, আগামী ঈদ উপলক্ষে তার গাওয়া তিন-চারটি গান প্রকাশ পাবে। এরইমধ্যে লিমন আহমেদের কথায় জিয়াউদ্দিন আলমের সুর ও সজীব দাসের সংগীতায়োজেনে একটি গানের রেকর্ডিং চূড়ান্ত হয়েছে। ‘কন্যা’ শিরোনামের গানটি সবার ভালো লাগবে বলে প্রত্যাশা ‘মাধবী’ খ্যাত এই গায়কের।

এনই/এলএ

আরও পড়ুন