দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া
বলিউড ছাড়িয়ে হলিউডের ছবিতে অভিষেক হয়েছে প্রিয়াঙ্কা চোপড়ার। সে কথা মাথায় রেখে এবার দাদাসাহেব ফালকে অ্যাকাডেমি পুরস্কার দেয়া হচ্ছে তাকে। আন্তর্জাতিক তারকা হিসেবে প্রিয়াঙ্কাকে এই সম্মাননা দেওয়া হবে।
এ বছর থেকে চালু হচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত অভিনেত্রীর পুরস্কার। সেই বিভাগে বেছে নেওয়া হয়েছে প্রিয়াঙ্কাকে। দাদাসাহেব ফালকে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান গণেশ জৈন জানিয়েছেন, ‘পরিশ্রম আর কাজের প্রতি ভালোবাসার জন্য প্রিয়াঙ্কা আজ আন্তর্জাতিক স্তরে জায়গা করে নিয়েছেন।’
আরও জানান, ‘আন্তর্জাতিক পর্যায়ে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেন, যা দেশের কাছে গর্বের। ফলে এই নতুন বিভাগ চালু করতে প্রিয়াঙ্কা কার্যত বাধ্য করেছেন।’
আগামী ১ জুন দাদাসাহেব ফালকে পুরস্কার প্রদান অনুষ্ঠানটি হবে। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে অনিল কাপুর, কপিল শর্মাসহ আরও অনেক তারকার।
প্রিয়াংকার প্রথম হলিউড ছবি ‘বেওয়াচ’ মুক্তি পেয়েছে চলতি সপ্তাহে। ছবিতে প্রিয়াঙ্কার সহশিল্পী ডোয়াইন জনসন, যিনি কি না ‘দ্য রক’ নামে সুপরিচিত। সঙ্গে আরও থাকছেন ছবির প্রায় সব তারকাই। তারা হলেন- আলেক্সান্দ্রা দাদারিও, জাক এফ্রন, কেলি রোরবাক, ইলফেনেশ হাদেরা ও জন বেস।
এনই/আরআইপি