ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

সদস্যপদ প্রত্যাহার করবেন সম্রাট

প্রকাশিত: ১০:৩৭ এএম, ২১ মে ২০১৭

নানামুখী অস্থিরতা বিরাজ করছে এফডিসি সংশ্লিষ্ট সংগঠনগুলোতে। এর মধ্যে জড়িয়ে গেছেন রাজ রাজ্জাকের জ্যৈষ্ঠপুত্র বাপ্পারাজ। তাকে হুঁশিয়ারি করে পরিচালক সমিতি থেকে নোটিশ দেয়া হয়েছে গেল সপ্তাহে।

সেটা পাত্তা না দিয়ে, উল্টো বাপ্পারাজ চিঠির উত্তর দিয়েছেন পরিচালক সমিতির সদস্যপদ না পেলেও ভালো ছবি বানানো যায়। তিনি সদস্যপদ পাওয়ার জন্য পঞ্চাশ হাজার টাকা দিয়েছেন, সেটাও ফেরত চেয়েছেন।

হয়তো দু-একদিনের মধ্যে বাপ্পারাজের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পরিচালক সমিতি। এরমধ্যে নতুন করে আগুনে ঘি ধালা হয়েছে শনিবার। পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন নায়ক রাজ্জাককে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। প্রশ্ন তুলে খোকন বলেছেন, ‌‘নায়ক রাজ হিসেবে কী করেছেন রাজ্জাক সাহেব?’

একজন পরিচালক নেতার মুখে এমন কথা শোনার পর নতুন করে ফুঁসে উঠেছেন রাজ পরিবারের সদস্যরা। আগে বাপ্পারাজ-পরিচালক সমিতির ইস্যুতে মন-কষাকষি হয়েছিল রাজ রাজ্জাকের দুই ছেলের সঙ্গে। তখনই সম্রাট জানান, এফডিসির দুই সংগঠন থেকে গুটিয়ে নেয়ার চিন্তা করছেন।

এবার সেই সিদ্ধান্ত চূড়ান্ত বলে জানান নায়ক রাজের এই তনয়। সম্রাট বলেন, ‘বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতি ও শিল্পী সমিতির সদস্যপদ ত্যাগ করবো। আমি দীর্ঘদিন চলচ্চিত্রে অভিনয় করছি না। আবার ছবি প্রযোজনাও করছি না। তাই সংশ্লিষ্ট এ দুটি সমিতি থেকে নিজেকে প্রত্যাহার করব শিগগিরই। আর যেহেতু পরিচালক সমিতিতে আমি যুক্ত নই। তাই এ বিষয়ে কোনও মন্তব্যই করতে চাই না।’

আরো বলেন, ‘কয়েকদিন ধরে এফডিসিতে বেশ কিছু ঘটনা ঘটেছে। এগুলো মেনে নেয়া যায় না। এমন পরিবেশ কাম্য হতে পারে না। এগুলো আমাকে ও আমার পরিবারকে চরমভাবে আহত করেছে।’

এনই/এলএ

আরও পড়ুন