ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

টেলিছবিতে ওমর সানি ও মৌসুমী

প্রকাশিত: ০৪:৫৪ এএম, ০৮ মে ২০১৫

এবার টেলিছবিতে জুটিবদ্ধ হলেন তারকা দম্পতি ওমর সানি ও মৌসুমী। `ভালোবাসার বিশ বছর` শীর্ষক ছবিটি নির্মাণ করছেন ইউসুফ চৌধুরী।

বুধবার ওমর সানির জন্মদিনে রাজধানীর বাংলামটরের প্রিয়াংকা শুটিং হাউসে এর শুটিং শুরু হয়েছে। টেলিছবিটি রচনা করেছেন গোলাম রাব্বানী। `ভালোবাসার বিশ বছর`র গল্প মূলত ওমর সানি ও মৌসুমীর ব্যক্তিগত জীবনকাহিনী নিয়েই আবর্তিত হয়েছে।

এ প্রসঙ্গে ওমর সানি বলেন, নিজেদের জীবনের গল্প নিয়ে এমন একটি টেলিছবিতে কাজ করতে পারাটা সত্যিই অনেক আনন্দের। গোলাম রাব্বানী চমৎকারভাবে এর নাট্যরূপ দিয়েছেন। আশা করি, এ টেলিছবির মাধ্যমে আমাদের দাম্পত্য জীবন সম্পর্কে সবাই সুস্পষ্ট ধারণা পাবেন।

মৌসুমী বলেন, আমরা সুখে-দুঃখে প্রায় বিশটি বছর একসঙ্গে পার করেছি। এ টেলিছবির মাধ্যমে নিজেদের জীবনের কিছু গল্প দর্শকের সামনে তুলে ধরার চেষ্টা করছি।

শুক্রবার টেলিছবিটির শুটিং শেষ হবে। আসছে ঈদে একটি স্যাটেলাইট চ্যানেল টেলিছবিটি প্রচার হবে বলে জানা গেছে।

এএ