ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

চাকরি হারালেন ফারহানা নিশো

প্রকাশিত: ১০:২৪ এএম, ১৭ মে ২০১৭

জনপ্রিয় সংবাদ উপস্থাপিকা ও মিডিয়া ব্যক্তিত্ব ফারহানা নিশোকে বেসরকারি টিভি চ্যানেল একুশে টেলিভিশন থেকে অব্যাহতি দেয়া হয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আজ বুধবার (১৭ মে) ফারহানা নিশোকে অব্যাহতিপত্র দেয়া হয়।

পত্রে উল্লেখ করা হয়েছে, অনুষ্ঠান বিভাগ প্রধান জনাব ফারহানা শবনম নিশোকে কর্তৃপক্ষের আদেশক্রমে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। অবিলম্বে এই আদেশ কার্যকর হবে।

চ্যানেলটির কোম্পানি সচিব ও মানবসম্পদ প্রধান মো. আতিকুর রহমান এ অব্যাহতিপত্রে স্বাক্ষর করেছেন। এর অনুলিপি দেয়া হয়েছে একুশে টেলিভিশনের সব বিভাগীয় প্রধানকে।

তবে কী কারণে ফারহানা নিশোকে বরখাস্ত করা হলো সে বিষয়ে কোনো কিছু জানানো হয়নি। একুশে টেলিভিশনে যোগাযোগ করা হলে সেখান থেকে একটি সূত্র জানায়, বেশ অনেকদিন ধরেই চ্যানেলটির ম্যানেজমেন্ট বিভাগের সঙ্গে ঝামেলা চলছিল ফারহানা নিশোর। সেই রেশ ধরেই চাকরি থেকে তাকে বরখাস্ত করা হতে পারে।

তবে এ বিষয়ে যোগাযোগ করা হলে ফারহানা নিশো কিছুই বলতে চাননি। একুশে টিভিতে আসার আগে তিনি বৈশাখী টেলিভিশনে দীর্ঘদিন কর্মরত ছিলেন। সেখান থেকে চলতি বছরের ২ জানুয়ারি তিনি একুশে টিভিতে যোগ দেন।

এইচএন

আরও পড়ুন