ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

কমলাপুরাণ-এর প্রিমিয়ার প্রদর্শনী শুক্রবার

প্রকাশিত: ০৪:২৩ এএম, ১৭ মে ২০১৭

সরকারি অনুদানে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কমলাপুরাণ’ এর প্রিমিয়ার প্রদর্শনী শুক্রবার রাজধানীর সেগুনবাগিচার শিল্পকলা একাডেমির চিত্রশালায় অনুষ্ঠিত হবে।

আমিনুর রহমান মুকুলের পরিচালনায় ৪৩ মিনিটের স্বল্পদৈর্ঘ্যর এ ছবিটি গত ৩০ এপ্রিল ভারতের দাদা ফালকে ফিল্ম ফেস্টিভ্যাল-২০১৭’তে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার লাভ করেছে। চলচ্চিত্রটির মূল চরিত্রে অভিনয় করছেন ফয়সাল ও প্রিয়াম অর্চি।

এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে ছবির পরিচালক বলেন, কমলাপুরাণ ছবিটি একটি বঞ্চিত নারীর বিদ্রোহের গল্প। এ সমাজে নারী পুরুষের বৈষম্য, শোষণ, বঞ্চনা ও প্রতারণার বিভিন্ন দিক এ ছবিতে ফুটে উঠেছে।

জানা গেছে, এ ছবিটি নির্মাণে সরকারিভাবে ১২ লাখ টাকা অনুদান দেয়া হয়। তন্মধ্যে ১০ লাখ টাকা নগদ ও ২ লাখ টাকা এফডিসির সহায়তা বাবদ পরিশোধ করতে হয়।

এমইউ/এআরএস/আরআইপি