ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

‘ক্ষমা’ চাইলেন চলচ্চিত্র নির্মাতা শামীম আহমেদ রনি

প্রকাশিত: ০৬:১৬ এএম, ০৯ মে ২০১৭

শাকিব খানকে নিয়ে ছবি না করার নোটিশ পাঠানোর পরও তাকে নিয়ে শুটিং (রংবাজ ছবি) করছিলেন চিত্রপরিচালক শামীম আহমেদ রনি। সমিতির আদেশ অমান্য করায় ২৯ এপ্রিল রনির সদস্য পদ বাতিল করার সিদ্ধান্ত নেয় পরিচালক সমিতি।

এতে করে চরম বিপাকে পড়েছেন ‘বসগিরি’ ছবির এই নির্মাতা। উপায় না পেয়ে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি বরাবর খোলা চিঠি লিখেছেন। সোমবার রাতে রনি এটি তার ফেসবুক স্ট্যাটাস হিসেবে পোস্ট করেন।

রনি লিখেছেন, ‘সাম্প্রতিক বেশ কিছু ব্যক্তিগত, পারিবারিক এবং কর্মক্ষেত্র সম্পর্কিত ঘটনায় আমি মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম। এই অবস্থায় আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে দু`একটি স্ট্যাটাসের মাধ্যমে আমি সমিতির সম্মানিত সদস্যদের সম্মানে যদি আঘাত করে থাকি, সেজন্য আমি ‘ক্ষমাপ্রার্থী’।’

রনি আরও লেখেন, ‘চলচ্চিত্র পরিবারের একজন সদস্য হিসেবে পরিচালক সমিতির সদস্য হিসেবে আমি নিজেকে গর্বিত বোধ করি এবং সমিতির যে কোনো সিদ্ধান্তের প্রতি আমার আস্থা রয়েছে, ভবিষ্যতেও থাকবে। এই সমিতিই আমার পরিচয়।’

ভুল স্বীকার করে ‘মেন্টাল’ ছবির এই নির্মাতা লেখেন, ‘আমার সার্বিক অবস্থা বিবেচনায় এনে সমিতির সভাপতি, মহাসচিবসহ প্রতিটি সদস্যর কাছে আমি আন্তরিকভাবে আমার কর্মকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করছি। আমি আপনাদের সন্তানতুল্য, ভুল স্বীকার করে আপনাদের সামনে দাঁড়ালাম।’

‘আশা করছি আমি আপনাদের পিতৃপ্রতিম, ভাতৃপ্রতিম হাতের আশীর্বাদ পাবো ... আমায় আপনাদের ছায়া থেকে বিচ্ছিন্ন না করার জন্য সবিনয় অনুরোধ করছি।’

বর্তমানে চলচ্চিত্র নির্মাতা শামীম আহমেদ রনির পরিচালক সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছে চলচ্চিত্র পরিচালক সমিতি। রোববার (৭ মে) দুপুরে এফডিসিতে পরিচালক সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে তার সদস্যপদ বাতিল করে আগের সিদ্ধান্ত বহাল রাখা হয়।

পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন বলেন, ‘আমাদের সমিতির আইনের ৫ (ক) ধারায় তার সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। ওই ধারাতেই রনির সদস্যপদ বাতিল করা হয়েছিল। যেহেতু তিনি সমিতির কাছে লিখিতভাবে সদস্যপদ ফিরে পাওয়ার ব্যাপারে আবেদন জানিয়েছেন, তাই নির্বাহী সদস্যরাসহ সবাই মিলে আবার সিদ্ধান্ত নেয়।’

খোকন বলেন, ‘আপাতত এই নির্মাতা কোনো অবস্থায় “রংবাজ” সিনেমা বানাতে পারবেন না। তবে প্রযোজক যদি অন্য কাউকে দিয়ে সিনেমা নির্মাণ করতে চান, তাহলে তা পারবেন। তবে আমাদের সাধারণ পরিষদের সদস্যরা যদি মনে করেন, তাঁর নিষেধাজ্ঞা শিথিল করা সম্ভব, তাহলে তিনি ছবিটি নির্মাণ করতে পারবেন।’

তিনি এ কথাও বলেন, ভবিষ্যতে যাতে কেউ পরিচালক সমিতির নিয়মনীতি ভাঙতে না পারেন, এ জন্য রনির এ ঘটনা উদাহরণ হিসেবে কাজ করবে।

রনির সদস্যপদ বাতিলের কারণে বর্তমানে ‘রংবাজ’ ছবির শুটিং আটকে আছে। ছবিটি আগামী ঈদে মুক্তি দেয়ার কথা ছিল। এখন এই ছবির মুক্তি অনিশ্চিত হয়ে পড়েছে। রংবাজ ছবিতে অভিনয় করছিলেন শাকিব খান, শবনম বুবলী, লিয়ানা লিয়া প্রমুখ।

এনই/এইচএন/পিআর

আরও পড়ুন