নির্বাচনে আমাকে হারানো হয়েছে : অমিত হাসান
নির্বাচনে আমি হারিনি, আমাকে হারানো হয়েছে। গত দুই বছরে শিল্পী ও শিল্পী সমিতির জন্য অনেক শ্রম দিয়েছি, তার পুরস্কার হিসেবে পেয়েছি পরাজয়।
সোমবার রাত ৯ টার দিকে নিজের ফেসবুক টাইমলাইনে স্ট্যাটাসে এমনটাই জানিয়েছেন চলচ্চিত্র অভিনেতা ও বাংলাদেশ চলচ্চিত্র সমিতির সাধারণ সম্পাদক পদে পরাজিত প্রার্থী অমিত হাসান।
গত ৫ মে (শুক্রবার) অনুষ্ঠিত নির্বাচনের রাতে ভোট গণনা কক্ষে সমিতির বর্তমান সভাপতি ও অভিনেতা শাকিব খানকে লাঞ্ছিত করা হয়। বিষয়টি নিয়ে সোমবার সকালে ফেসবুকে স্ট্যাটাস দেন অমিত হাসান।
ওই স্ট্যাটাসে তিনি লিখেছিলেন, নির্বাচনে জয় পরাজয় আছেই। এটা নিয়ে কোনো কথা নেই। কার ইশারায় শাকিব খানের ওপর হামলা হলো তা বের করতে হবে। বের করতে হবে কারা হামলা করেছিলো।
শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে পরাজিত হন অমিত হাসান। তাকে ১৩৪ ভোটে হারিয়ে নির্বাচিত হন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী অভিনেতা জায়েদ খান।
এদিকে নির্বাচনে পরাজয়ের পর রোববার সমিতির নির্বাচন পরিচালনা বোর্ডে আপিল বিভাগে পুনরায় ভোটগণনার আবেদন জানান সভাপতি প্রার্থী ওমর সানি।
তার দাবির প্রেক্ষিতে সোমবার দুপুর থেকে সন্ধ্যে পর্যন্ত ফের ভোট গণনা করা হয়। মঙ্গলবার পুনরায় ফলাফল ঘোষণার কথা রয়েছে।
এনই/এমএমএ/আরআইপি