মা দিবসে দিলারা জামানের চলচ্চিত্র
মা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘প্রযত্নে’। এতে অভিনয় করেছেন বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামান। ৮ মে বাংলাঢোলের ইউটিউব চ্যানেলে চলচ্চিত্রটি প্রকাশ করা হয়। তরুণ নির্মাতা সাদাত হোসাইনের কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনায় চলচ্চিত্রটি নির্মাণ করেছে অ্যাশ প্রডাকশন। প্রযোজনা করেছে বাংলাঢোল।
৯ মিনিট ৩৭ সেকেন্ডের চলচ্চিত্রটিতে দিলারা জামান একাই অভিনয় করেছেন। নিঃসঙ্গ এক বৃদ্ধার চরিত্রে দেখা যায় তাকে। যেখানে তিনি একা একাই কথা বলেন। পরিবারের সদস্যদের ডাকেন। কিন্তু কেউ সাড়া দেন না। এছাড়া স্বামীর ভালোবাসার কথা তিনি ডায়েরিতে লিখতেন। নাতিকে সে ডায়েরি দেখাবেন বলে হেঁটে হেঁটে স্টোর রুমে যান। সেখানে গিয়ে তার মনে পড়ে- তার ঠিকানা এখন কোথায়!
এ প্রসঙ্গে নির্মাতা সাদাত হোসাইন জাগো নিউজকে বলেন, ‘কাজটি নিয়ে আমি খুব আশাবাদী। যখন ক্রমশই মানুষ সম্পর্কের অনিবার্য সংবেদনশীলতাগুলো ভুলে যাচ্ছে, গভীরতাগুলো ফিকে হয়ে যাচ্ছে, তখন আমার কাজের মাধ্যমে সেই সম্পর্কের অনুভূতিতে নাড়া দিতে চাই। প্রযত্নে তেমনই একটি সম্পর্ক ও অনুভূতির গল্প।’
দিলারা জামানকে নিয়ে কাজ করা প্রসঙ্গে তিনি বলেন, ‘দিলারা জামানের মতো একজন গুণী অভিনেত্রীর সঙ্গে কাজ করতে পারাটাও বিশেষ কিছু। এজন্য বাংলাঢোলকে ধন্যবাদ অকৃত্রিম সহযোগিতা এবং সমর্থন দিয়ে পাশে থাকার জন্য।’
চলচ্চিত্রটিতে অভিনয় প্রসঙ্গে দিলারা জামান জাগো নিউজকে বলেন, ‘গল্পে একটি চমক আছে। এমন একটি চমকলাগা চরিত্রে কাজ করতে পেরে আমিও গর্বিত। সাদাতসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ সুন্দর একটি চলচ্চিত্র উপহার দেওয়ার জন্য।’
চলচ্চিত্রটি দেখতে চাইলে-
এসইউ/আরআইপি