ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

সোনিকার মৃত্যু: বিক্রমকে থানায় হাজিরার নির্দেশ

প্রকাশিত: ০৪:৪৩ এএম, ০৫ মে ২০১৭

ঘাড়ে, কোমরে চোট থাকলেও বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। তবে তার আগেই টালিগঞ্জ থানার পুলিশ হাসপাতালে গিয়ে বিক্রমকে নোটিশ দিয়ে আসে।

ওই নোটিশে তাকে আগামী সাতদিনের মধ্যে থানায় হাজিরা দিতে বলা হয়েছে।

এদিকে শনিবার দুর্ঘটনার দিন বিক্রম যে পোশাক পরেছিলেন তা পরীক্ষার জন্য নিয়ে গেছেন তদন্ত কর্মকর্তারা। পুরো বিষয় নিয়ে অবশ্য মুখ খোলেননি বিক্রম।

বিক্রমের বাবা জানিয়েছেন, তার বান্ধবী সোনিকা সিংহ চৌহান যে বেঁচে নেই তা ইতোমধ্যে জানিয়ে দেয়া হয়েছে।

উল্লেখ্য, ২৯ এপ্রিল ভোরে রাসবিহারীর কাছে সড়ক দুর্ঘটনায় নিহত হন সোনিকা। সোনিকা যে গাড়িতে ছিলেন সেটি চালাচ্ছিলেন বিক্রম। দুর্ঘটনায় আহত হন বিক্রম। সেখান থেকে উদ্ধার করে তাকে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়।

ওই দুর্ঘটনার পর সোমবার অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে গাফিলতির জেরে মৃত্যু ঘটানোর অভিযোগ দায়ের করে সোনিকার পরিবার। পুলিশ অবশ্য দুর্ঘটনার দিনই বিক্রমের বিরুদ্ধে ওই ধারায় মামলা করেছিল।

এনএফ/এমএস

আরও পড়ুন