ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

চলচ্চিত্রের অবস্থা দেখে কান্না আসে : আনোয়ারা

প্রকাশিত: ১০:৩৬ এএম, ০২ মে ২০১৭

‘ছোট থেকেই এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছি। এখন বুড়ো হয়ে গেছি। আগে কত জৌলুস ছিল বাংলা চলচ্চিত্রের, আর এখন তার সিকিও নেই। এই চলচ্চিত্রের জন্য খুব মায়া লাগে। যখন দেখি ছবি চলে না, চারদিকে শুধুই হতাশা; চলচ্চিত্রের এমন অবস্থা দেখে কান্না আসে।’

কথাগুলো বলছিলেন প্রবীণ চলচ্চিত্র অভিনেত্রী আনোয়ারা। আগামী ৫ মে অনুষ্ঠিত হবে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ২০১৭-১৮ মেয়াদের নির্বাচন। এখানে অংশ নিচ্ছে তিনটি প্যানেল। তার মধ্যে অন্যতম মিশা সওদাগর ও জায়েদ খান প্যানেল।

আজ মঙ্গলবার দুপুরে প্যানেলটির পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয় এফডিসিতে। সেখানে উপস্থিত থেকে আনোয়ারা এসব কথা বলেন।

তিনি বলেন, ‘মানুষ দেখা হলেই আমাকে বলেন- আপা আগের বাংলা ছবিগুলো দেখি। কিন্তু হলে গিয়ে এখনকার ছবি দেখি না। কারণ এখন যেসব ছবি হয়, তার অধিকাংশই মানহীন। কথাগুলো শুনে কষ্ট হয়।’

আনোয়ারা বলেন, ‘আর দর্শক ভালো ছবি নির্মিত না হলে, ভালো পরিবেশ না থাকলে কেন ছবি দেখবে? এরমধ্যে আবার দু-একটা ছবি ভালো হয়। কিন্তু এই দু-একটা ছবি দিয়ে তো আর গোটা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি চলে না!’

বক্তৃতা দেয়া সময় আনোয়ারর পাশে ছিলেন চিত্রনায়ক রিয়াজ। তিনি রিয়াজের দিকে ইঙ্গিত দিয়ে বলেন, ‘একদিন রিয়াজ বলেছিল- চলচ্চিত্রে ক্যানসার ঢুকে গেছে। আমি রিয়াজের কথা সঙ্গে একমত। আসলেই চলচ্চিত্রে ক্যানসার ঢুকে গেছে। এই ক্যানসার দূর করতে হবে আগে, তারপর ভালো ছবি নির্মিত হবে।’

মিশা-জায়েদ প্যানেল থেকে নির্বাচনে অংশ না নিলেও প্রবীণ শিল্পী হিসেবে আয়োনারা এই প্যানেলকে পূর্ণ সমর্থন দিয়েছেন।

এনই/আরআইপি

আরও পড়ুন