চলচ্চিত্রের আশীর্বাদ মিশা-জায়েদ প্যানেল : রুবেল
আগামী ৫ মে অনুষ্ঠিত হবে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ২০১৭-১৮ মেয়াদের নির্বাচন। এখানে অংশ নিচ্ছে তিনটি প্যানেল। তার মধ্যে অন্যতম মিশা সওদাগর ও জায়েদ খান প্যানেল।
আজ মঙ্গলবার দুপুরে প্যানেলটির পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয় এফডিসিতে। সেখানে উপস্থিত ছিলেন- মিশা সওদাগর, জায়েদ খান, রিয়াজ, অঞ্জনা, রোজিনা, সুচরিতা, জাভেদ, সাইমন, নিরব, ইমন, রুবেল, আমিন খানসহ শতাধিক চলচ্চিত্র শিল্পী।
অনুষ্ঠানে নিজের বক্তব্য দিতে সর্বপ্রথম মঞ্চে যান সিনিয়র অভিনেতা ও শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ রুবেল। তিনি মিশা-জায়েদ প্যানেলকে চলচ্চিত্রের আশীর্বাদ উল্লেখ করে বলেন, ‘ইন্ডাস্ট্রি এখন মূমুর্ষু অবস্থায় আছে। এই অবস্থার পরিবর্তন ঘটাতে পারে মিশা-জায়েদ প্যানেল। তারাই চলচ্চিত্রের আশীর্বাদ।’
রুবেল বলেন, ‘এবারের সবচেয়ে সুন্দর ও সমৃদ্ধ প্যানেল হয়েছে এটি। এখানে নবীন-প্রবীনের অভূতপূর্ব সমন্বয় ঘটেছে। এরা ইন্ডাস্ট্রি নিয়ে সরব। সবসময় ভাবে চলচ্চিত্র নিয়ে। আজ যারা এখানে এসেছেন তাদের উপর আমার অনুরোধ আপনারা এই প্যানেলকে বিজয়ী করে চলচ্চিত্রের পাশে থাকবেন।’
তিনি আরও বলেন, ‘মিশা-জায়েদ প্যানেলকে আমার অনুরোধ থাকলো আপনারা সবাই মিলে শিল্পীদের পাশে থাকবেন। ইন্ডাস্ট্রিকে বাঁচানোর যে স্বপ্ন দেখিয়েছেন তা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করবেন। আমরা জানি আপনারাই যোগ্য, আপনারা পারবেন।’
যোগ করে রুবেল বলেন, ‘নানা অনিয়ম, ইন্ডাস্ট্রি ধ্বংসের চক্রান্তে জেনে বা না জেনে জড়িত হচ্ছেন চলচ্চিত্রের গুটিকয়েক শিল্পীরা। তাদের চোখে আঙুল দিয়ে বুঝাতে হবে। যারা বুঝেও না বোঝার ভান করবে তাদের ত্যাগ করতে হবে। সবার আগে আমাদের ভালোবাসার চলচ্চিত্র।’
মিশা সওদাগর সভাপতি ও জায়েদ খান সাধারণ সম্পাদক ছাড়াও এই প্যানেলে অন্যান্য শিল্পীদের মধ্যে রয়েছেন- নূতন ও রিয়াজ, আরমান, সুব্রত, জ্যাকি আলমগীর, ডন, আজাদ খান।
কার্যনির্বাহী পদের প্রার্থী হয়েছেন- অঞ্জনা, রোজিনা, আলী রাজ, নানা শাহ্, বাপ্পারাজ, পপি, পূর্ণিমা, সাইমন, নিরব, আমির ও হরবোলা।
এদিকে, মিশা-জায়েদ খান প্যানেলকে পূর্ণ সমর্থন দিয়েছেন প্রবীণ চলচ্চিত্র শিল্পী রাজ রাজ্জাক, সোহেল রানা, আনোয়ারা, ফারুক, ইলিয়াস কাঞ্চন, সুচরিতা, প্রবীর মিত্র।
এলএ/এনই/জেআইএম