নড়াইলে এসএম সুলতান উৎসব শুরু
বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯০তম জন্মজয়ন্তী উপলক্ষে নড়াইলে তিনদিনব্যাপী সুলতান উৎসব শুরু হয়েছে। ‘সুলতান মঞ্চ’ চত্বরে এ উৎসবের আয়োজন করা হয়। উৎসব উপলক্ষে মেলা প্রাঙ্গণসহ শহরের বিভিন্ন স্থানে উৎসবের আমেজ বিরাজ করছে।
গতকাল বুধবার উৎসবের উদ্বোধন করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান। পরে ফিতা কেটে চিত্রপ্রদর্শনীর উদ্বোধন করেন।
এ সময়, এসএম সুলতান চারু ও কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফ, সদস্য সচিব বিমানেশ বিশ্বাস, বাংলালিংকের মার্কেটিং বিভাগের পিআর অ্যান্ড কমিউনিকেশন সিনিয়র অ্যাসিটেম্লট ম্যানেজার খন্দকার আশিক ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।
শিশুস্বর্গে দেশের ৩০ জন নবীন-প্রবীণ চিত্রশিল্পীর অংশগ্রহণে আর্ট ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবদুল গাফফার খান।
বাংলালিংকের পৃষ্ঠপোষকতায় এসএম সুলতান শিশু চারু-কারুকলা ফাউন্ডেশন ও বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে তিনদিনব্যাপী উৎসবের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে চিত্রপ্রদর্শনী, শিশু শিল্পীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিল্পীর জীবন ও কর্মের ওপর আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
আগামী ২৯ আগস্ট উৎসব শেষ হবে। এসএম সুলতান ফাউন্ডেশন জেলা প্রশাসনের উদ্যোগে ৩০ আগস্ট নড়াইলের চিত্রা নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।