ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

আজান দেয়াকে জুলুম বললেন সনু নিগম

প্রকাশিত: ০৯:৪২ এএম, ১৭ এপ্রিল ২০১৭

বলিউডের জনপ্রিয় গায়ক সনু নিগম সম্প্রতি বিতর্কে জড়িয়ে পড়েছেন। এই গায়ক তার নিজস্ব টুইটারে লিখেছেন, ‘অনিচ্ছা সত্ত্বেও প্রতিদিন আজানের শব্দে ঘুম ভেঙে যায়।’ আজ সোমবার (১৭ এপ্রিল) এমন মন্তব্য করায় সনু বিতর্কের মুখে পড়েন।

তার বক্তব্য, ‘এ প্রথা ধর্মের নামে জোর করে চাপিয়ে দেয়া হচ্ছে। আমি মুসলিম নই, তবু রোজ আজানের শব্দে আমার ঘুম ভেঙে যায়। ধর্মের নামে এই জুলুম কবে বন্ধ হবে এ দেশে?’

সনুর বাড়িতে স্থানীয় মসজিদের মাইক থেকে ভেসে আসে আজানের শব্দ। এর প্রতিবাদেই গায়ক টুইটারে আরও লিখেছেন, ‘হযরত মুহাম্মদ (স.) যখন ইসলাম ধর্মের প্রবর্তন করেন, আশা করি সেই সময় বিদ্যুৎ ছিল না।’ অন্য একটি  টুইটে সনু লিখেছেন, ‘আমার মনে হয় না কোনো মন্দির বা গুরুদের কেউই ইলেক্টিসিটি ব্যবহার করে মানুষের ঘুম ভাঙায়!’

জোর করে ধর্মীয় অনুশাসন মানুষের ওপর চাপিয়ে দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন সনু নিগম। তিনি একে গুন্ডাগিরি বলেও মন্তব্য করেছেন টুইটারে। ইতোমধ্যে মাইক্রো ব্লগিং সাইটে সনুর এই টুইট সিরিজ ট্রেন্ডিংয়ের শীর্ষে উঠে গেছে। সেখানে তাকে গালাগালিও করছেন বিশ্বের নানা প্রান্তের মানুষ। তারা সনু বয়সের ভারে পাগল হয়ে যাচ্ছেন বলেও দাবি করেন সনুর টুইটের রিটুইটে।

সূত্র : এনডি টিভি

এনই/এলএ

আরও পড়ুন