ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

৫ মে এফডিসিতে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন

প্রকাশিত: ০৮:২২ এএম, ০৯ এপ্রিল ২০১৭

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০১৭-১৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার (৮ এপ্রিল) আসন্ন নির্বাচনের তফসিল ঘোষণা করে বিদায়ী কমিটি।

নির্বাচনী তফসিলে বলা হয়েছে, আগামী ৫ মে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। আর ১৩ এপ্রিল মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে। এবারের মোট ৬২৩ জন ভোটারের তালিকা প্রকাশ করা হয়।

আসন্ন নির্বাচনে লড়াইয়ের জন্য থাকছে দু’টি প্যানেল। একটি মিশা সওদাগর ও জায়েদ খান প্যানেল আর অন্যটি ওমর সানী-অমিত হাসান প্যানেল। দুই প্যানেল থেকে মোট ৪২ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন।

গেল ২০১৫ সালের ৩০ জানুয়ারি শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি নির্বাচিত হন শাকিব খান এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাধারণ সম্পাদক নির্বাচিত হন অমিত হাসান।

এনই/এলএ

আরও পড়ুন