শাফিন-ফুয়াদের কাদা ছোঁড়াছুঁড়িতে গানের প্রচারণা!
“হ্যালো আমি ‘শ্যাফ’ বলছি, শাফিন আহমেদ। তোমরা যখন লুঙ্গি পর তখন আমি জার্মানি থেকে লেদার প্যান্ট নিয়ে এসেছি বাংলাদেশে প্রথম আমার জন্য। না হলে তোমরা এখন লুঙ্গি পরে গামছা বেঁধে, হারমোনিয়াম-তবলা নিয়ে ঘনসংগীত (গণসংগীত) করতে।”
দেশের অন্যতম জনপ্রিয় রক তারকা শাফিন আহমেদের কণ্ঠ নকল করে গেল ৬ এপ্রিল এমন কথাসমৃদ্ধ একটি সেলফি ভিডিও প্রকাশ করেছেন জনপ্রিয় সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির। যিনি বর্তমানে যুক্তরাষ্ট্র প্রবাসী।
ওই ভিডিওতে ফুয়াদ নিজের মাথায় বিড়ালের কান লাগিয়ে শাফিনের কণ্ঠে আরও বলেন, ‘বুঝতে হবে আমাদের অবদান। ব্যান্ডসংগীত কী সেটা আমি বুঝেয়িছি। রক দিয়েছি, টপ দিয়েছে, আধুনিক দিয়েছি। তোমাদের ফ্যাশন আমি শিখিয়েছি, বেজ গিটারের সঙ্গে কীভাবে রুমাল বাঁধতে হয় আমি শিখিয়েছি আমি মানামকে কিবোর্ড বাজানো শিখিয়েছি। আমি আসার আগে মানাম হারমোনিয়াম বাজাত। আমি জুয়েলকে গিটার বাজানো শিখিয়েছি। ইভেন আমি হামিমকে হামিং দেয়া শিখিয়েছি আমার গানের সঙ্গে!’
ফুয়াদ আরও বলেন, ‘বুঝতে হবে লিজেন্ড অনলি ওয়ান খান, অ্যান্ড দ্যাট ইজ শাফিন খান (আহমেদ)। তোমরা যখন ‘নিঃস্ব’ ছিলে তখন শাফিন তোমাদের সব দিয়ে দিয়েছে আর ‘শেষ বিকেলের আলোয়’ ‘ধিকি ধিকি’ করে দিয়েছে। মানুষকে লিজেন্ড বলার আগে ভেবে চিন্তে বলবে… আই শাফিন ইজ অনলি লিজেন্ড! তাই যা বলছি মন দিয়ে শোন, যখন স্টেজে গান করবে তখন, একবার টুপি খুলে শাফিনকে সালাম দিয়ে গান করবে।’
এই ভিডিও প্রকাশের পর অনেকেই অবাক হয়েছেন। কেন ফুয়াদ শাফিন আহমদকে নিয়ে কৌতুক করে এমন একটি ভিডিও প্রকাশ করলেন সেটার উত্তর খোঁজার চেষ্টা করেছেন। এরই মাঝে ফুয়াদের এই ভিডিওর জবাবে শাফিন আহমেদও একটি ভিডিও ছেড়েছেন। সেখানে তিনি বলেছেন, ‘আমি এ ভিডিও বার্তাটি দিচ্ছি ফুয়াদের জন্য। আমি তাকে ট্যালেন্টড মনে করেছি। কিন্তু মাথা নষ্ট হয়ে গেলে তো কিছু হবে না। মাথা ঠিক রাখতে হবে। ফুয়াদের থেকে আমি রিসেন্ট একটা ভিডিও দেখলাম, আমাকে নিয়ে জোক করছে। হাও ফুলিশ! ইউ পিকড অন মি টু জোক উইথ? ইউ পিকড অন মি টু ফান উইথ? ইউ পিকড রং পারসন! কিন্তু তোমাকে আমার কাছে মাফ চাইতে হবে।’
ক্ষুব্ধ শাফিন আরও বলেন, ‘হু ইজ লিজেন্ড? তারপরও বলি বাংলাদেশের মিউজিক সিনে মানুষ একজনকেই লিজেন্ড হিসেবে ভাবে। তাহলে কে হতে পারে সেই লিজেন্ড? হু? ভাবো। আমি বলব না। তোমাকে ভাবতে হবে। আমার ভক্তরা আমাকে বলছেন, শাফিন ভাই, মাফ করে দেন। যা করেছে, করেছে। আমার ম্যাচিয়র্ড ভক্তদের রিকোয়েস্ট রেখে আমি তোমাকে মাফ করে দিলাম। তবে ইগনোর করতে পারব না। এই বিষয়টি মিনিমাম একমাস আমাকে বিরক্ত করবে।’
এই ভিডিওটি প্রকাশের পর সবাই যখন শাফিন-ফুয়াদের মধ্যে কাঁদা ছোঁড়াছুঁড়ির আভাস পাচ্ছিলেন তখনই জানা গেল সবটাই আসলে নতুন একটি গানের কৌশল। আজ শনিবার (৮ এপ্রিল) দুপুর নাগাদ জানা গেল, দু’দিন ধরে ফেসবুকে চলতে থাকা ফুয়াদ ভার্সেস শাফিন আহমেদের ‘লিজেন্ড’ বিষয়ক ভিডিও বার্তা কিংবা কাদা ছোঁড়াছুঁড়ির বিষয়টি ছিল শুধুই অভিনয়!
এবং সেটি দু’জনার মুক্তিপ্রতিক্ষীত ‘লিজেন্ড’ নামের একটি নতুন গানের প্রচারণার কৌশল।
শাফিন আহমেদ নিজেই গণমাধ্যমে বলেছেন, ‘বিষয়টি আসলে কোন দিকে যাচ্ছে- সেটি জানতে হলে একটু অপেক্ষা করতে হবে এবং ফলো করতে হবে পুরো ঘটনাটি।’
শনিবার (৮ এপ্রিল) সকালে তার এমন মন্তব্যের পরই ফুয়াদ ফেসুবক প্রোফাইল থেকে প্রকাশ করে তার কথা-সুর-সংগীতে শাফিন আহমেদের ছবিযুক্ত ‘লিজেন্ড’ শিরোনামের একটি গানের প্রচ্ছদ! যে গানটিতে কণ্ঠ দিয়েছেন শাফিন আর র্যাপ অংশ লিখেছেন ও কণ্ঠ দিয়েছেন তৌফিক আহমেদ। গানটি পহেলা বৈশাখ উপলক্ষে দুই এক দিনের মধ্যেই প্রকাশ পাচ্ছে।
এদিকে আলোচনা হচ্ছে, নাটক-সিনেমা-গান, সবক্ষেত্রেই সংশ্লিষ্টরা এখন নেগেটিভ ক্যাম্পেইনের পরিকল্পনা করছেন! এতে তাৎক্ষণিক সাড়া মিললেও এর ফল হচ্ছে ভয়াবহ। দর্শক-শ্রোতারা সংশ্লিষ্টদের প্রতি আস্থা হারাচ্ছেন। শিল্পীরা হারাচ্ছেন তাদের যোগ্য সম্মান। ইতিবাচকতাকে পাশ কাটিয়ে প্রচারে উঠে আসছে নেতিবাচকতাই।
ভিডিওতে দেখুন শাফিন-ফুয়াদের বিতর্ক :
এলএ