ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

শিকারীসহ ২৭টি ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছি : সিদ্দিক

প্রকাশিত: ১০:৪২ এএম, ০৬ এপ্রিল ২০১৭

ছোটপর্দার তুমুল জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান। ‘হাউসফুল’, ‘গ্র্যাজুয়েট’, ‘মাইক’, ‘হাম্বা’, ‘বন্ধু এবং ভালোবাসা’, ‘সংবিধিবদ্ধ সতর্কীকরণ’, ‘ড্যান্স ডিরেক্টর’, ‘চৈতা পাগল’, ‘বরিশালের মামা ভাগ্নে’, ‘আমাদের সংসার’ ও ‘রেডিও চকলেট’ ছাড়াও অসংখ্য দর্শকপ্রিয় নাটকে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। শুধু তাই নয়, নিজের গল্পে ‘এই তো ভালোবাসা’ নামের একটি ছবিতেও অভিনয় করেছেন এ অভিনেতা।

এরপর অসংখ্য খণ্ড নাটক ও ধারাবাহিকে সমানতালে অভিনয় করেছেন সিদ্দিক। তবে নাটক নিয়ে ব্যস্ত থাকলেও সিদ্দিক দুই ডজনেরও বেশি চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন। যে খবরটা এতদিন অপ্রকাশিত ছিল।

জাগো নিউজের সঙ্গে আলাপে সিদ্দিক বলেন, ‘এখন পর্যন্ত আমি ২৭টি চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছি। গল্প ও চরিত্র মন মতো না হওয়ায় ফিরিয়ে দিতে বাধ্য হয়েছি। যৌথ প্রযোজনায় নির্মিত ব্যবসা সফল ‘শিকারী’ ছবিতেও অভিনয়ের প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু করিনি। কারণ আমার পছন্দমত চরিত্র ছিল না সেখানে।’

সিদ্দিক বলেন, ‘আমি যেমনটা চাচ্ছিলাম একটা ছবির চরিত্রও তেমন ছিল না। অভিনয়ের কোনো সুযোগ নেই। প্রতিটি চলচ্চিত্র নির্মাতা আমাকে বাংলাদেশের আরেকজন দিলদার হিসেবে আবিষ্কার করতে চেয়েছেন। কিন্তু আমি সেটা হতে চাইনি। কারণ, একটা সময় দিলদার সাহেবরা ভালো চরিত্র পেলেও আজকাল কমেডি চরিত্রগুলো অবাঞ্ছিত হয়ে গেছে ছবিতে। রাখার জন্যই রাখা। চরিত্রের ব্যাপ্তি নেই, অভিনয় প্রমাণের সুযোগ নেই। আমি চাই আমার মতো করে অভিনয় করতে। দর্শকদের বিনোদন দিতে চেয়েছি সবসময়।’

তিনি বলেন, ‘চাষী নজরুল, পি এ কাজল, বদিউল আলম খোকন, শাহিন সুমনের মতো জাদরেল নির্মাতারা আমাকে ডেকেছিলেন তাদের ছবিতে অভিনয় করার জন্য। কিন্তু তাদের ছবির কনসেপ্ট আমার ভালো লাগলেও নিজের চরিত্র পছন্দ হয়নি। তাই বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিয়েছি। আমার বিশ্বাস, এখন ছবির গল্প ভাবনা ও নির্মাণ বদলাচ্ছে। কাজ করার সুযোগ আসবে নিশ্চয়ই।’

উদাহরণ টেনে সিদ্দিক বলেন, ‘বলিউডের পার্টনার ছবিতে গোবিন্দ যেমন চরিত্রে অভিনয় করেছেন ওই ধরণের চরিত্র আমার বেশি পছন্দের। এমনটা যদি পাই তাহলে আগামীতে চলচ্চিত্রে অভিনয় করবো। যেখানে আমার চরিত্রের নিজস্ব স্বকীয়তা থাকবে। আমি মানুষ হাসাবো, তবে আমার স্টাইলে।’

Siddik Bhai

বর্তমানে ‘পোস্ট গ্র্যাজুয়েট’, ‘কমেডি ৪২০’, ‘হোম থিয়েটার’সহ মোট আটটি ধারাবাহিকে অভিনয় করছেন সিদ্দিক। এছাড়া ঈদকে কেন্দ্র করে এরমধ্যে কয়েক পর্বের ধারাবাহিক ও বেশ কিছু এক ঘণ্টার নাটকে অভিনয়ের জন্য শিডিউল দিয়েছেন। পাশাপাশি নিজের ব্যবসা সামলাচ্ছেন ও নতুন দুটি চলচ্চিত্রের চিত্রনাট্য লিখছেন বলে জানান তিনি।

বর্তমান নাটকের মান ও দর্শক সংকট নিয়ে নানা বির্তক রয়েছে। সিদ্দিক নিজেও সেটা স্বীকার করেছেন। বলেছেন, ‘নাটকের মান একযুগ বা তার আগে খুব ভালো ছিল। মাঝে কিছুটা থমকে গিয়েছিল। এখন আবার সচল হচ্ছে। এর কারণ দর্শকদের বিভক্তিকরণ। টিভিতে যেমন মানুষ নাটক দেখছেন তেমন এক শ্রেণির দর্শক নাটক দেখছেন ইউটিউবে।’

তিনি বলেন, ‘মানুষ নাটক দেখেন না এটা ভুল কথা। আমি নিজে ইউটিউবে দেখেছি আমার অনেক নাটক ৩০ থেকে ৩৫ লাখ ভিউ রয়েছে। তার মানে কিন্তু মানুষ নাটক দেখছেন। তবে সেটা বিকল্প পলিসি দিয়ে।’

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘গ্রাজুয়েট’ নাটক দিয়ে তুমুল আলোচিত হয়েছিলেন সিদ্দিক। বর্তমানে এর সিক্যুয়ালে ‘পোস্ট গ্র্যাজুয়েট’ নামের ধারাবাহিকে অভিনয় করছেন। এ বিষয়ে তিনি বলেন, ‘গ্র্যাজুয়েট’ নাটকে অভিনয় আমার ক্যারিয়ারে অন্যতম সাফল্য। আর ‘পোস্ট গ্র্যাজুয়েট’ কিছুদিন আগে থেকে প্রচারে এসেছে। সেকারণে আগের মতো সাড়া এখনও পাইনি। তবে আমি আশা করছি আরও কিছু পর্ব প্রচারের পর থেকে সাড়া মিলবে। নাটকটি দর্শকরা দেখছেন বলেই আমি মনে করি।’

এনই/এলএ

আরও পড়ুন