ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

অসুস্থ সালমান খান

প্রকাশিত: ০৭:৩০ এএম, ২৩ এপ্রিল ২০১৫

সময়টা একেবারেই ভালো যাচ্ছে না বলিউড দাবাং তারকা সালমান খানের। একের পর এক মামলায় তিনি বিধ্বস্ত। আবার এই মুহূর্তে কানের ব্যথায় জর্জরিত সালমান।
 
এ ব্যাথার কারণে পিছিয়ে গেছে সালমানের ‘বজরাঙি ভাইজান’ সিনেমার শুটিং।
আইএএনএস’এর প্রতিবেদন অনুযায়ী, ‘বাজরাঙি ভাইজান’ সিনেমার শুটিংয়ের জন্য এখন কাশ্মিরে টানা ৪০ দিনের শিডিউলে আছেন সালমান খান। তবে সালমানের কানের সমস্যার জন্য যথাসময়ে শুটিং শেষ করা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
 
বেশ কয়েকদিন যাবত কানের সমস্যায় থাকা সালমানকে ব্যথানাশক দিয়ে সারিয়ে তোলার চেষ্টা করা হয়। তারপর শুটিং শুরু হয়। তবে শুটিং আবার বন্ধ রাখতে হয়েছে।

এলএ/পিআর