ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

ইন্ডিয়ান আইডল-৯ চ্যাম্পিয়ন রেভানত

প্রকাশিত: ০৬:০৩ পিএম, ০২ এপ্রিল ২০১৭

ভারতীয় সনি ইন্টারটেইনমেন্ট টেলিভিশন চ্যানেলে প্রচারিত জনপ্রিয় গানের রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডল-৯ চ্যাম্পিয়ন হয়েছেন পাঞ্জাবের প্রতিযোগী এলভি রেভানত।

রোববার বাংলাদেশ সময় রাত ১১টা ৩৭ মিনিটে ক্রিকেটের বরপুত্র শচীন টেন্ডুলকার গ্র্যান্ড ফাইনাল বিজয়ীর নাম ঘোষণা করেন।

প্রথম রানার আপ ও দ্বিতীয় রানার আপ যথাক্রমে নির্বাচিত হন খোদা বকস ও পিভিএসএন রোহিত।

বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় অনুষ্ঠানটি শুরু হয়। গোটা অনুষ্ঠান মাতিয়ে রাখেন কাপিল শর্মা শো’র জনপ্রিয় চরিত্র মশুর গুলাটি খ্যাত সুনীল গোভার। এছাড়া অনুষ্ঠানে চলচ্চিত্র তারকা বুমান ইরানি, আরশান ওয়ারসি, রবিনা ট্যান্ডনও অতিথি হিসেবে যোগ দিয়ে অনুপ্রেরণা দেন।

রাত ১১টা ২৫ মিনিটে ইন্ডিয়ান আইডল মঞ্চে আসেন ক্রিকেটের বরপুত্র শচীন টেন্ডলকার। এ সময় গোটা মঞ্চে উপস্থিত দর্শক করতালি দিয়ে তাকে স্বাগত জানান।

জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে অডিশনের মাধ্যমে ইন্ডিয়ান আইডল-৯ বাছাই পর্ব শুরু হয়। ১২ বছর পর আবার ইন্ডিয়ান আইডলের বিচারক হয়ে আসেন ভারতের প্রখ্যাত গীতকার, সুরকার ও গায়ক আনু মালিক, গায়ক সোনু নিগম ও কোরিওগ্রাফার ফারহা খান।

হাজার হাজার প্রতিযোগীর মধ্যে থেকে অডিশন নিতে গিয়ে রীতিমতো হিমশিম খান বিচারকরা। শেষ পর্যন্ত ১৪ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করেন।

যে ১৪ জন শীর্ষ প্রতিযোগী নিয়ে গালা রাউন্ড শুরু হয়েছিল তারা ছিলেন এলভি রেভানত, পিভিএসএন রোহিত নাকি পাঞ্জাবের খোদা বকস তাজিন্দর সিং, মানইয়া নারাং, মোহিত চোপড়া, মালবিকা সান্দার, আরপি শ্রাবন, হারদিপ সিং, জেলি কায়ি, ভারতি গুপ্তা, মানসি ভারদাওয়াজ, সুতি তিওয়ারি ও সুমাইয়া মিশ্র।

প্রতি সপ্তাহে এক একেকজন প্রতিযোগী বাদ পড়তে থাকেন। গত সপ্তাহ পর্যন্ত শতকরা ৫০ ভাগ বিচারকদের নম্বরে ও শতকরা ৫০ ভাগ দর্শকদের ভোটে নির্ধারিত হতো। কিন্তু এ সপ্তাহের ফাইনালে বিচারকরা নন, দর্শকদের ভোটেই নির্বাচিত হন ইন্ডিয়ান আইডল।

এমইউ/এআরএস