ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

দিতির প্রথম মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: ০৭:১১ এএম, ২০ মার্চ ২০১৭

ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেত্রী পারভীন সুলতানা দিতি গেল বছরের ২০ মার্চ পৃথিবীর মায়া কাটিয়ে পরপারে চলে যান। আজ তার প্রথম মৃত্যুার্ষিকী। দিনটিতে তার পরিবার ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি আলাদা আলাদা আয়োজনের উদ্যোগ নিয়েছে।

দিতির মেয়ে লামিয়া চৌধুরী জানান, নারায়ণগঞ্জের সোনারগাঁতে তার ছোট ভাই দীপ্ত চৌধুরীকে নিয়ে দিতির সমাধি স্থানেই রয়েছেন। সেখানে সকাল থেকেই দোয়া ও কলেমার আয়োজন করা হয়েছে। এছাড়া বাদ যোহর সোনারগাঁ জামে মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। পাশাপাশি অসহায়, এতিম, গরীব, স্কুল থেকে আগত বাচ্চাদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

দিদির কন্যা লামিয়া তার মায়ের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

এদিকে অনেকটা অসময়েই চলে যাওয়া দিতির বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এবং তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শিল্পী সমিতির উদ্যোগে মিলাদ মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হবে। শিল্পী সমিতির সহ-সভাপতি ওমর সানি বলেন, ‘চলচ্চিত্রে দিতির মতো মানুষ সত্যিই খুব কম ছিলেন। শিল্পী সমিতি তার প্রথম মৃত্যুবার্ষিকীতে সর্বোচ্চ শ্রদ্ধা জানানোর চেষ্টা করবে, আন্তরিকতার কমতি থাকবে না।’

তিনি আরও বলেন, ‘দিতির সন্তান লামিয়া এবং দীপ্তর কাছে বিশেষ অনুরোধ থাকবে তোমরা মায়ের জন্য এমন কিছু করো যা দৃষ্টান্ত হয়ে থাকে।’

ওমর সানী আরও জানান, ‘বাদ আছর শিল্পী সমিতির স্টাডি রুমে মিলাদ মাহফিল এবং স্মরণ সভা অনুষ্ঠিত হবে। এতে সবাইকে উপস্থিত থাকার জন্য তিনি বিনীত অনুরোধ জানাচ্ছি।’

দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে মারা যান দিতি। পারভীন সুলতানা দিতি ১৯৬৫ সালের ৩১ মার্চ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই গান ও অভিনয়ের প্রতি দিতির ছিলো দুনির্বার আকর্ষণ। সেই সূত্রেই ১৯৮৪ সালে নতুন মুখের সন্ধানের মাধ্যমে দেশীয় চলচ্চিত্রে দিতির সম্পৃক্ততা ঘটে। এরপর প্রায় দুই শতাধিক ছবিতে তিনি অভিনয় করেন।

এনই/এলএ

আরও পড়ুন