নারীদের বস্ত্রহরণের বিচার চাইলেন মৌসুমী
এবারের নববর্ষ বরণের প্রাণের উৎসব পয়লা বৈশাখে টিএসসির প্রাঙ্গণে বেশ কয়েকজন নারীর শ্লীলতাহানির চেষ্টা করে কিছু নোংরা মনের বখাটে। এ ঘটনায় ক্ষুব্দ সারা বাংলাদেশের মানুষ। প্রতিবাদের ঝড় উঠেছে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মহলে।
শোবিজের তারকারও এ ঘটনায় জড়িত বিকৃত মস্তিষ্কের মানুষগুলোর শাস্তি চেয়ে তীব্র ঘৃণা প্রকাশ করেছেন। সেই তালিকায় যোগ দিলেন লাক্স সুন্দরী মৌসুমী হামিদ।
‘অর্কিড’ নামের একটি ধারাবাহিক নাটকের শুটিং করতে এই মুহূর্তে ব্যাংককে আছেন। সেখান থেকেই বাংলাদেশে ঘটে যাওয়া এই ন্যাক্কারজনক ঘটনার জন্য উপযক্ত বিচার দাবি করেছেন তিনি। তার ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে এ ঘটনার প্রতিবাদ করেছেন।
তিনি তার স্ট্যাটাসে লিখেন ‘পয়লা বৈশাখে মেয়েদের শ্লীলতাহানিকারীদের বিচার চাই।’ সেইসাথে বিচার চাই লিখা একটি পোস্টার নিয়ে ছবিও আপলোড করেন মৌসুমী।
এলএ/আরআইপি